Justice Chinnaswamy Swaminathan Karnan

পুলিশ খুঁজে পেল না কারনানকে! দেশ ছেড়েছেন বিচারপতি? জল্পনা তুঙ্গে

জেলযাত্রা এড়াতে বিচারপতি কারনান কি দেশ ছাড়লেন? তাঁর ঘনিষ্ঠ এক সহযোগী তেমনটাই দাবি করেছেন। ডব্লিউ পিটার রমেশ কুমার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, গ্রেফতারি এড়াতে চাইছিলেন কারনান এবং সে কারণেই হয়তো তিনি দেশ ছেড়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৪:১১
Share:

জেলযাত্রা এড়াতে বিচারপতি কারনান কি দেশ ছাড়লেন? তাঁর ঘনিষ্ঠ এক সহযোগী তেমনটাই দাবি করেছেন। ডব্লিউ পিটার রমেশ কুমার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, গ্রেফতারি এড়াতে চাইছিলেন কারনান এবং সে কারণেই হয়তো তিনি দেশ ছেড়েছেন। শুধুমাত্র রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি মিললেই তিনি দেশে ফিরবেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর ওয়েবসাইটে এমনটাই লেখা হয়েছে।

Advertisement

কোথায় গেলেন কারনান?
রমেশ কুমারের দাবি, বিচারপতি কারনান নেপাল অথবা বাংলাদেশ সীমান্ত পেরিয়েছেন বৃহস্পতিবার ভোরেই। সড়ক পথেই তিনি দেশ ছেড়েছেন। যদিও কারনান কোন পথে এবং কী ভাবে সীমান্ত পেরিয়েছেন তা সবিস্তার জানাতে চাননি কুমার। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, হাইকোর্টের বিচারপতি হিসাবে কারনানকে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি। কাজেই যত দিন না পর্যন্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার অনুমতি মিলছে, তত দিন দেশে ফিরবেন না কারনান।

আরও খবর
তিন তালাক: সুপ্রিম কোর্টে ঐতিহাসিক শুনানি শুরু

Advertisement

এর আগে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট কারনানকে ছ’মাসের কারাদণ্ড দিয়ে দ্রুত তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কারনানকে গ্রেফতার করতে কলকাতায় তাঁর নিউটাউনের বাড়িতে যায় রাজ্য পুলিশের একটি দল। কিন্তু, সেখানে কারনানের খোঁজ মেলেনি। পুলিশের ধারণা, শীর্ষ আদালতের নির্দেশের আগেই ওই বিচারপতি নিউ টাউন থেকে চেন্নাই চলে যান। এর পরে রাজ্য পুলিশের একটি দল বুধবার বিমানে চেন্নাই পৌঁছয়। ওই দলের নেতৃত্বে ছিলেন ডিজি হোমগার্ড রাজ কানোজিয়া। তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেই তাঁরা কাজ করছিলেন। কিন্তু, সাতসকালে চেন্নাই পৌঁছেও বিচারপতি কারনানের নাগাল পাননি তাঁরা। কারনানকে বাগে আনতে তিন রাজ্যের পুলিশের এখন রীতিমতো ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা।
পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে চেন্নাই পৌঁছে চিপক সরকারি গেস্ট হাইসে উঠেছিলেন কারনান। কিন্তু, বুধবার সকালেই কারনান ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েন। তাঁর যাওয়ার কথা ছিল চেন্নাই থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অন্ধপ্রদেশের মন্দির শহর কালাহস্তিতে। যদিও গেস্ট হাউসের ঘর তিনি আনুষ্ঠানিক ভাবে ছাড়েননি। তার টাকাপয়সাও মেটানো হয়নি। এর পরেই তাঁর খোঁজে প্রায় ৭০ কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের টাডা পর্যন্ত যায় পুলিশের ওই দলটি। কিন্তু, সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাদের।
চেন্নাই থেকে কোন সড়ক পথে বাংলাদেশ বা নেপাল সীমান্ত পৌঁছলেন কারনান? কারণ, চেন্নাই থেকে ওই দুই সীমান্তের যে কোনও একটিতে পৌঁছতেই তো রাত-দিন কাবার হয়ে যাবে। কী সেই ‘শর্টকাট রুট’ যা ধরে কারনান দেশ ছাড়লেন? আদৌ কি তিনি দেশ ছাড়লেন? প্রশ্নগুলো উঠছেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন