Justice Karnan

ছ’মাস কারাদণ্ড শেষে ছাড়া পেলেন বিচারপতি কারনান

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সেই সাজা ঘোষণা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই ফেরার ছিলেন বিচারপতি কারনান। ফেরার অবস্থাতেই গত ১২ জুন অবসর নেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ১৩:৫৭
Share:

প্রেসিডেন্সি সংশোধনাগারে অবসরপ্রাপ্ত বিচারপতি কারনান। —ফাইল চিত্র।

ছ’মাস পর বুধবার জেল থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান। এই ছ’মাস তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে ছিলেন। আদালত অবমাননার দায়ে তাঁকে ছ’মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

বিতর্কিত কার্যকলাপের কারণে অনেক বারই শিরোনামে এসেছেন বিচারপতি কারনান। দেশের প্রধান বিচারপতি-সহ সুপ্রিম কোর্টের মোট আট বিচারপতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেন বিচারপতি কারনান। এর পরই শীর্ষ আদালতকে অবমাননার দায়ে গত ৯ মে প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে ছ’মাসের কারাদণ্ড হয়। কোনও কর্মরত বিচারপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা কারাদণ্ডের নির্দেশ দেশে সেই প্রথম।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ সেই সাজা ঘোষণা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই ফেরার ছিলেন বিচারপতি কারনান। ফেরার অবস্থাতেই গত ১২ জুন অবসর নেন তিনি।

Advertisement

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, কলকাতার জেলে কারনান

রাস্তায় থুতু ফেললেই খবরের কাগজে ছবি!

অবসরপ্রাপ্ত বিচারপতিকে গ্রেফতার করতে শীর্ষ আদালতের নির্দেশে রাজ্য পুলিশের ডিজি (হোমগার্ড) রাজ কানোজিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। সেই দল চেন্নাই হয়ে তাঁর খোঁজে কোয়ম্বত্তূর পৌঁছয়। ২০ জুন কোয়ম্বত্তূর থেকেই গ্রেফতার হন কারনান। এর পর তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। ছ’মাসের সাজার মেয়াদ শেষ হওয়ার পর এ দিন ছাড়া পেলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement