Supreme Court Chief Justice

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত! থাকবেন ১৪ মাস, তার পর কে

রবিবার ৬৫ বছরে পা দিয়েই প্রধান বিচারপতির পদ ছেড়েছেন বিচারপতি গবই। তাঁর পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বরিষ্ঠতম এখন বিচারপতি কান্ত। সেই কারণে তাঁকেই উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৮:৩৭
Share:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে সোমবারই শপথ বিচারপতি সূর্য কান্তের। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান বিচারপতি বিআর গবই অবসর নেওয়ার পর ৫৩তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন তিনি। দিল্লিতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে বিদায়ী প্রধান বিচারপতি গবইয়ের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতিই বিচারপতি কান্তকে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিলেন।

Advertisement

রবিবার ৬৫ বছরে পা দিয়েই প্রধান বিচারপতির পদ ছেড়েছেন বিচারপতি গবই। তাঁর পরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বরিষ্ঠতম এখন বিচারপতি কান্ত। সেই কারণে তাঁকেই উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে। বিচারপতি কান্ত এই পদে থাকবেন ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তাঁর অবসরের পরে দেশের প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারপতি বিক্রম নাথের।

১৯৬২ সালে হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন বিচারপতি কান্ত। ১৯৮৪ সালে আইনজীবী হিসাবে শুরু হয় তাঁর কর্মজীবন। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে প্র্যাকটিসের প্রয়োজনে তিনি চণ্ডীগড়ে চলে গিয়েছিলেন। ২০০০ সালে হরিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল হন বিচারপতি কান্ত। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে তাঁকে নিযুক্ত করা হয়েছিল ২০০৪ সালের ৯ জানুয়ারি। পরে হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতির পদ সামলেছেন ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। ওই বছরের ২৪ মে বিচারপতি কান্ত চলে আসেন সুপ্রিম কোর্টে। ২০২৪ সালের নভেম্বর থেকে দেশের শীর্ষ আদালতের লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement