Jyotiraditya Scindia

শিঙাড়া ভেজে মোদীর ‘পকোড়া’ মন্তব্যকে খোঁচা জ্যোতিরাদিত্যর

দু’বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকার কর্মসংস্থান রিপোর্ট নিয়ে প্রবল চাপের মুখে।

Advertisement

সংবাদ সংস্থা

গুণা, রাজস্থান শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৬
Share:

সিঙাড়া ভাজছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ছবি: কংগ্রেস সাংসদের টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

কর্মসংস্থানের রিপোর্ট নিয়ে প্রশ্নের মুখে মোদী সরকার। ৪৫ বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ বলে একটি সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তোলপাড় দেশ। বিরোধীদের তোপের মুখে কেন্দ্র। এ বার সেই বারুদে আরও ইন্ধন দিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নিজে হাতে শিঙাড়া ভেজে মোদীর দিকে ছুড়ে দিলেন কটাক্ষ।

Advertisement

বৃহস্পতিবার গ্বালিয়র থেকে নিজের কেন্দ্র গুণা যান কংগ্রেস সাংসদ। সেখানে গাড়ি দাঁড় করিয়ে সঙ্গী-অনুগামীদের নিয়ে ঢুকে পড়েন একটি স্ন্যাক্সের দোকানে। তার পরই দেখা যায় ফুটন্ত তেলে নিজে হাতে শিঙাড়া ছাড়ছেন সাংসদ। এই গোটা পর্বের একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডলে শেয়ারও করেন জ্যোতিরাদিত্য। তার পর তাঁর সরস মন্তব্য, ‘‘যাঁরা ‘পকোড়া’ পছন্দ করেন না, তাঁদের জন্য ‘শিঙাড়া’।”

পরে সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করে জ্যোতিরাদিত্যর খোঁচা, ‘‘আমার মনে হয়, আমি যে সিঙাড়া তৈরি করলাম, সেটা আপনারা সবাই পছন্দ করবেন। সাধারণত শিঙাড়া খুব মশলাদার এবং সুস্বাদু। যাঁদের কাছে খুব গরম লাগবে, তাঁদের জন্য দুঃখিত।’’

Advertisement

আরও পড়ুন: জাগো বাংলার তহবিলের খোঁজে মমতার সহকারীর বাড়িতে সিবিআই হানা​

আরও পড়ুন: সেনেগালে গ্রেফতার আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি​

গত বছর প্রধানমন্ত্রী মোদী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘রাস্তার ধারে কেউ ‘পকোড়া’র দোকান খুললে সেটাও একটা কর্মসংস্থান।” তাঁর এই মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা, কটাক্ষ, ব্যাঙ্গ-বিদ্রুপ হয়েছে। বেকারত্ব বিতর্কের মধ্যেই শিঙাড়া ভেজে মোদীর সেই মন্তব্যকে জ্যোতিরাদিত্য সুক্ষ ভাবে ব্যাঙ্গ করেছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

অন্য দিকে, দু’বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকার কর্মসংস্থান রিপোর্ট নিয়ে প্রবল চাপের মুখে। দেশে গত ৪৫ বছরে বেকারত্বের হার সবচেয়ে বেশি বলে বৃহস্পতিবারই একটি ইংরেজি দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। তার পর থেকেই বিরোধীদের তোপের মুখে সরকার। সেই বিতর্কের মধ্যে জ্যোতিরাদিত্যর এই কটাক্ষ রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন