গণভোট বলেও পিছু হটলেন কমল হাসন

পুলওয়ামার ঘটনার পরে রবিবার কমল প্রশ্ন তুলেছিলেন, কাশ্মীরে গণভোট করার থেকে ভারত পিছিয়ে আসছে কেন?

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২১
Share:

কামাল হাসান। —ফইল চিত্র।

কাশ্মীরে গণভোট করার কথা বলেও বিতর্কের মুখে পিছু হটলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন।

Advertisement

পুলওয়ামার ঘটনার পরে রবিবার কমল প্রশ্ন তুলেছিলেন, কাশ্মীরে গণভোট করার থেকে ভারত পিছিয়ে আসছে কেন? পাক অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ হিসেবেও উল্লেখ করেন তিনি। এক অনুষ্ঠানে কমল বলেন, ‘‘সেনা জওয়ানেরা কাশ্মীরে জীবন দিতে যাচ্ছেন, মানুষের মুখে এমন কথা শুনে দুঃখ হয়। সেনা ব্যাপারটাই আসলে পুরনো ধাঁচের একটা ব্যাপার। দুনিয়া কী ভাবে বদলাবে, খাবার না পেয়ে মানুষের মৃত্যু হবে না— এ সব কিছুতে আমাদের নজর দিতে হবে। একটা সময় আসবে, যখন কাউকেই যুদ্ধ করতে হবে না।’’ সুপারস্টারের মতে, ভারত ও পাকিস্তানের রাজনীতিকেরা যদি ‘সঠিক আচরণ’ করেন, তা হলে কোনও সেনারই মৃত্যু হবে না। এই প্রসঙ্গে অতীতে তাঁর পত্রিকায় কাশ্মীর নিয়ে নিজের একটি লেখার প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, ‘‘কাশ্মীরে গণভোট হোক, মানুষকে কথা বলার সুযোগ দেওয়া হোক। ভারত কেন গণভোট করাচ্ছে না? কিসের ভয়?’’

পাক অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ আখ্যা দিয়ে কমলের দাবি, জঙ্গিদের ছবি টাঙানো হচ্ছে সেখানকার ট্রেনে, তাদের নায়কের মর্যাদা দেওয়া হচ্ছে। দক্ষিণী তারকার মন্তব্য, ‘‘এটাও বোকামি। ভারতও একই বোকামি করছে। তবে ভারতকে যদি অনেক উন্নত দেশ হিসেবে তুলে ধরতে হয়, তা হলে এমন ব্যবহার করলে চলবে না। নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিতে হবে।’’

Advertisement

তারকার এই বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। পরে কমলের দল ‘মক্কাল নিধি মাইয়ম’ বিবৃতি দিয়ে দাবি করেছে, ‘‘কাশ্মীর নিয়ে কমল হাসনের বক্তব্য আপ্রসঙ্গিক ভাবে টেনে আনা হয়েছে। কাশ্মীরে কী ধরণের বিকল্প খোলা রয়েছে, তা বোঝাতে গিয়ে তিন দশক আগে যে নিবন্ধ প্রকাশিত হয়েছিল, আজ তা একেবারেই প্রাসঙ্গিক নয়। এটা এই মুহূর্তে দল ও কমল হাসনের অবস্থানও নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন