হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ছাত্রনেতা কানহাইয়া কুমার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনশন শুক্রবার নবম দিনে পড়ল। গত ফেব্রুয়ারি মাসে দেশদ্রোহের অভিযোগে উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহিষ্কার ও জরিমানা করার অভিযোগে অনশনে নামেন ছাত্ররা। তাঁদের সঙ্গে সামিল হয়েছিলেন জেএনইউয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারও। বৃহস্পতিবার অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় এইমসে। তবে এখন সুস্থ কানহাইয়া, জানিয়েছেন চিকিৎসকেরা।