(বাঁ দিকে) ফওজিয়া তারানুম এবং এন রবিকুমার (ডান দিকে)। —ফাইল চিত্র।
অপারেশন সিঁদুরের পরে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে সমালোচনার মুখে পড়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ। বিষয়টি ‘ভাষা প্রয়োগের ভুল’ বলে ক্ষমা চেয়েছিলেন তিনি। এ বার কর্নাটক বিজেপির প্রথম সারির নেতা এন রবিকুমার সে রাজ্যের মুসলিম মহলা আইএসএস অফিসার ফওজিয়া তারানুমকে সরাসরি ‘পাকিস্তানি’ বলে নিশানা করলেন।
গত ২১ মে কর্নাটকের বিরোধী দলনেতা সি নারায়ণস্বামীকে একটি কালাবুর্গি (পূর্বতন গুলবর্গা) জেলার গেস্ট হাউসে দীর্ঘক্ষণ ঘেরাও করে রেখেছিলেন কংগ্রেস কর্মীরা। বিজেপির সভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের পুত্র তথা কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ককে ‘কুকুর’ বলেছিলেন নারায়ণস্বামী। তার পরেই উত্তেজনা ছড়ায় কালাবুর্গিতে। সেই সময় ওই জেলার দায়িত্বপাপ্ত ডেপুটি কমিশনার ফওজিয়া কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ।
সেই প্রসঙ্গ তুলেই রবিকুমার সোমবার নিশানা করেন তাঁকে। বিজেপির এক কর্মিসভায় রবিকুমার বলেন, ‘‘এখানকার ডেপুটি কমিশনার একজন আইএএস অফিসার। তিনি পাকিস্তান থেকে এসেছেন কি না জানি না।’’ এর পরেই স্রোতাদের হর্ষধ্বনিতে উৎসাহিত বিজেপি নেতার মন্তব্য, ‘‘আপনাদের হাততালির শব্দ শুনে মনে হচ্ছে উনি সত্যিই পাকিস্তান থেকে এসেছেন।’’ ওই মন্তব্যের জেরে সোমবার রবিকুমারের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।