কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
এক আধিকারিককে প্রকাশ্যে চড় মেরে বিতর্কে জড়ালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একটি ভিডিও ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে। ওই ভিডিওতে দেখে গিয়েছে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে সপাটে চড় মারেন সিদ্দারামাইয়া। যাঁকে চড় মারেন তিনি বল্লারি কর্পোরেশনের কমিশনার পি জি রমেশ। যদিও ওই কমিশনার মুখ্যমন্ত্রীর হাতে নিগৃহীত হওয়ার ঘটনাটি অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রীও বলেন, “বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।” বিভ্রান্তি ছড়ানোর জন্য বৈদ্যুতিন সংবাদমাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
কী হয়েছিল ওই দিন?
নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে মুখ্যমন্ত্রী বল্লারি যান। আগে থেকে সেখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। তাঁকে স্বাগত জানাতে হুড়োহুড়ি পড়ে যায়। এই ভিড়ের মধ্যেই তখন দেখা যায় এক ব্যক্তিকে ধমক দিচ্ছেন সিদ্দারামাইয়া। তার পরই ওই ব্যক্তিকে চড় মারেন।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জেট গতিতে ছড়িয়ে পড়ার পর মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে এর ব্যাখ্যা দিতে হয়। তবে সেখানেও তিনি তাঁর অবস্থান থেকে একচুলও নড়েননি। তিনি বলেন, “কিছু সংবাদমাধ্যমের এই ধরনের মিথ্যা ঘটনা রটানোর জন্য আমি অবাক, পাশাপাশি হতাশও। রাজ্যবাসীকে জানাতে চাই, কোনও আধিকারিককে আমি চড় মারিনি।”
বল্লারির কমিশনার পি জি রমেশকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার উপর নয়, মুখ্যমন্ত্রী তাঁর নিরাপত্তারক্ষীর উপর চটে গিয়েছিলেন।”