National News

হোটেলে সতীর্থ বিধায়ককে পিটিয়ে ফেরার কর্নাটকের সেই কংগ্রেস বিধায়ক

এই ঘটনার পর খুনের চেষ্টা একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন বিধায়ক আনন্দ। তার পর থেকেই উধাও হয়ে যান গণেশ।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:২৩
Share:

অভিয়ুক্ত জে এন গণেশ। —ফাইল চিত্র

সতীর্থকে পিটিয়ে বেপাত্তা কর্নাটকের এক কংগ্রেস বিধায়ক। আহত বিধায়ক আনন্দ সিংহ এফআইআর দায়ের করার পর থেকেই বিধায়ক জে এন গণেশ ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দল থেকেও সাসপেন্ড করা হয়েছে গণেশকে। অন্য দিকে, মুখ এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত নিয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আনন্দ।

Advertisement

বিজেপি টাকার টোপ দিয়ে বিধায়কদের কিনে নিতে পারে, এই আশঙ্কায় গত ১৮ জানুয়ারি বেঙ্গালুরুর ঈগলটন রিসর্টে রাখা হয় কংগ্রেস বিধায়কদের। শনিবার রাতে সেখানেই দুই বিধায়ক জে এন গণেশ এবং আনন্দ সিংহ মারামারিতে জড়িয়ে পড়েন। অভিযোগ,কাঠের লাঠি দিয়ে আনন্দ সিংহকে বেধড়ক মারধর করেন গণেশ। বুকে, মাথায় এবং মুখে গুরুতর চোট পান আনন্দ। অন্য বিধায়করা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার পর খুনের চেষ্টা একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন বিধায়ক আনন্দ। তার পর থেকেই উধাও হয়ে যান গণেশ। রামগড় থানার পুলিশ জানিয়েছে, বিধায়কের খোঁজে তিনটি দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই হোটেলের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক কেরিয়ার শুরুর আগে একাধিক দুষ্কর্মে নাম জড়ায় গণেশের। ২০০৬-এ বল্লারির হোসাপেট থানা এলাকার একটি বারে মারপিটে জড়িয়ে পড়েন তিনি। তবে ২০১৫-য় সেই মামলায় সাক্ষ্যপ্রমাণের অভাবে আদালতে ছাড় পান আনন্দ।

Advertisement

আরও পডু়ন: প্রিয়ঙ্কার অভিষেকে উৎসবে মাতল কংগ্রেস, রাহুলের ব্যর্থতার প্রমাণ! খোঁচা বিজেপির

এই ঘটনার পর থেকেই বিজেপি অভিযোগ তুলছে, বিধায়ক গণেশকে ইচ্ছে করেই গ্রেফতার করছে না পুলিশ। তবে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এম বি পাতিল বলেন, ‘‘বিধায়ক গণেশকে গ্রেফতার করতে না পারলেও কেউ হাত গুটিয়ে বসে নেই। পুলিশ-প্রশাসন তাঁকে ধরার চেষ্টা করছে।’’

তবে জেডিএস-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা করা হয়েছে। দলের রাজ্য সভাপতি এ এইচ বিশ্বনাথ বলেন, ‘‘কংগ্রেস যে হেতু আমাদের জোটের শরিক, তাই এই ঘটনায় জেডিএস-এর ভাবমূর্তির উপরও বিরাট প্রভাব পড়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নন।’’

আরও পড়ুন: অনলাইনে মোবাইলের অর্ডার, বাক্স খুলতেই মিলল কাপড় কাচার সাবান!

অন্য দিকে ওই রাতে রিসর্টে উপস্থিত প্রত্যক্ষদর্শী তনভীর সাইত বলেন, ‘‘কী কারণে মারপিট তা আমি জানি না। আমরা সবাই নিজের নিজের ঘরে ছিলাম। গোলমাল শুনে বাইরে আসি। গন্ডগোল থামানোর চেষ্টা করি। বিধায়ক ভীমা নায়েক আহত বিধায়ককে নিয়ে হাসপাতালে যান।’’

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন