HD kumarswamy

প্রবল জ্বর, হাসপাতালে ভর্তি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, কেমন আছেন, বলছেন চিকিৎসক

শনিবার দুপুরে ধুম জ্বর আসে এইচডি কুমারস্বামীর। সন্ধ্যায় তাঁকে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত ওষুধের মাধ্যমে তাঁকে স্থিতিশীল রাখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১০:২৭
Share:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুমারস্বামী। — ফাইল ছবি।

প্রবল জ্বর নিয়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত পোহাতে জানা গেল, ভালই আছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। তেমন জ্বর না থাকলেও সামগ্রিক দুর্বলতা রয়েছে তাঁর। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র বিপন্মুক্ত।

Advertisement

বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ। শনিবার দুপুর থেকে ধুম জ্বর আসে। তার পরেই সন্ধ্যায় তাঁকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সে হাসপাতাল থেকে জানানো হয়েছে, অস্বাভাবিক ক্লান্তি এবং সামগ্রিক দুর্বলতা এখনও থাকলেও জ্বর নেই। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হয়েছে। আপাতত তাঁকে ওষুধের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি।

আর কিছু দিনের মধ্যেই কর্নাটকে বিধানসভা ভোট। সেখানে দলকে মজবুত জায়গায় নিয়ে যেতে উদয়াস্ত পরিশ্রম করছেন সব রাজনৈতিক দলের নেতারাই। কুমারস্বামীও ব্যতিক্রম নন। তাঁর অনুগামীদের একটি অংশের দাবি, প্রচারে বেরিয়ে খাওয়া, দাওয়ার ঠিক থাকে না। শরীরের প্রতি যত্ন নেওয়াও হয়ে ওঠে না। এই কারণেই অসুস্থ হয়ে পড়েছেন নেতা। আপাতত কিছু দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই তাঁকে থাকতে হবে। ফলে নেতার অনুপস্থিতিতে তাঁর অনুগামীরাই প্রচার সামলাবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন