National News

১৪ বছর জেলে কাটিয়েও চিকিৎসক হওয়ার স্বপ্ন সফল কর্নাটকের সুভাষের

সুভাষ জানিয়েছেন, ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

কলবুর্গি (কর্নাটক) শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২০
Share:

সুভাষ পাটিল। ছবি: সংগৃহীত।

১৪ বছর জেলে কাটালেও চিকিৎসক হওয়ার সংকল্প থেকে সরে আসেননি। শেষমেশ ৪০ বছর বয়সে সেই স্বপ্নপূরণ হল তাঁর। গত বছর এমবিবিএস পরীক্ষায় পাশ করার পর চলতি মাসেই নিজের ইন্টার্নশিপ শেষ করেছেন। এ বার চিকিৎসক হিসাবে কাজ শুরু করেছেন কর্নাটকের সুভাষ পাটিল।

Advertisement

কর্নাটকের আফজলপুরা শহরের বাসিন্দা সুভাষ জানিয়েছেন, ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। ১৯৯৭ সালে এমবিবিএস পড়া শুরু করেন। তবে সেই পড়াশোনায় ছেদ পড়ে ২০০২-এ। একটি খুনের মামলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। সে সময় এমবিবিএস কোর্সের তৃতীয় বর্ষে ছিলেন সুভাষ। ২০০৬-এ ওই মামলায় আজীবন কারাবাসের সাজা পেলেও ভাল আচরণের জন্য জেল থেকে ছাড়া পান ২০১৬-তে। জেলে থাকাকালীনই সেখানকার হাসপাতালের বহিরাগত বিভাগে কাজ শুরু করেছিলেন সুভাষ। তাঁর কথায়, ‘‘জেলের ওপিডি-তে কাজকর্ম করার সময় ভাল আচরণের জন্য ২০১৬-র স্বাধীনতা দিবসে ছাড়া পাই। এর পর ২০১৯-এর এমবিবিএস কোর্স শেষ করি।’’

গত মাসে নিজের পড়াশোনা শেষ করেছেন সুভাষ। এর পর ডিগ্রি হাসিলের জন্য বাধ্যতামূলক এক বছরের ইন্টার্নশিপ শুরু করেন। চলতি মাসে তার মেয়াদ ফুরোতে চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরোদস্তুর সফল করলেন সুভাষ।

Advertisement

আরও পড়ুন: ‘নাক গলাবেন না’, এর্ডোয়ানের মন্তব্য খারিজ করে কড়া বার্তা ভারতের

আরও পড়ুন: ‘প্রেম-বিবাহ করব না’, জোর করে শপথ নেওয়ানো হল কলেজ ছাত্রীদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন