National

ইদেও অশান্ত কাশ্মীর, হত ২, জখম বহু, ফের উস্কানি দিলেন নওয়াজ শরিফ

ইদের সকালেও ছেদ পড়ল না অশান্তিতে। মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তাল হল কাশ্মীর। গুলি চলল। মৃত্যুও হল। উপত্যকার ১০টি জেলাতেই জারি রইল কার্ফু। ইতিহাসে প্রথম বার শ্রীনগরের বিখ্যাত হজরতবাল মসজিদের ইদগাহে ইদের নমাজ আয়োজিত হল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২০
Share:

উৎসব ম্লান, ইদের সকালেও অশান্তির আঁচ উপত্যকার পথে পথে। ছবি: রয়টার্স।

ইদের সকালেও ছেদ পড়ল না অশান্তিতে। মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তাল হল কাশ্মীর। গুলি চলল। মৃত্যুও হল। উপত্যকার ১০টি জেলাতেই জারি রইল কার্ফু। ইতিহাসে প্রথম বার শ্রীনগরের বিখ্যাত হজরতবাল মসজিদের ইদগাহে ইদের নমাজ আয়োজিত হল না। আর অশান্তির আগুন আরও উস্কে দিতে যথারীতি প্ররোচনা এল সীমান্তের ও-পার থেকে। কাশ্মীরবাসীর ‘সর্বোচ্চ কুরবানি’র প্রতি এই ইদকে উৎসর্গ করছে পাকিস্তান, ঘোষণা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের।

Advertisement

কার্ফু অগ্রাহ্য করে বিক্ষোভ শ্রীনগরে। ছবি: রয়টার্স।

ইদের জমায়েতকে কাজে লাগিয়ে বিচ্ছিন্নতাবাদীরা উপত্যকায় মঙ্গলবার অশান্তির আঁচ বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা ছিল প্রশাসনের। মঙ্গলবার ইদের নমাজের পর শ্রীনগরে রাষ্ট্রপুঞ্জের দফতর পর্যন্ত মিছিলের ডাকও দেওয়া হয়েছিল বিক্ষোভকারীদের তরফে। তাই প্রশাসন আরও কোনও ঝুঁকি নেয়নি। উপত্যকার ১০টি জেলাতেই কার্ফু জারি করে দেওয়া হয়। শ্রীনগরে ইদের নমাজ উপলক্ষে সবচেয়ে বড় জমায়েত হয় হজরবালের ইদগাহে। এ বার সেখানে নমাজ অনুষ্ঠিত হয়নি। প্রশাসনের তরফ থেকে শ্রীনগরবাসীকে নিজেদের এলাকার ইদগাহে নমাজ পড়তে বলা হয়। কার্ফু চলার ফলে দোকানপাট বন্ধ। রাস্তাঘাটে যানবাহনেরও দেখা নেই।

Advertisement

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা কাঁদানে গ্যাসে। ছবি: রয়টার্স।

বজ্র আঁটুনি সত্ত্বেও ইদের সকালে কাশ্মীরে প্রাণহানি কিন্তু রোখা যায়নি। শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে বান্দিপোরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। জখম বহু। তার কয়েক ঘণ্টা পরে সংঘর্ষের খবর এসেছে শোপিয়াঁ থেকেও। সেখানেও এক জনের মৃত্যু হয়েছে। ফলে উপত্যকার পরিস্থিতি থমথমেই।

আরও পড়ুন: এমন ইদ যেন আর না আসে ভূস্বর্গে

ইদের দিনেও কাশ্মীরের অশান্তি বাড়ানোর চেষ্টা বন্ধ করেনি পাকিস্তান। সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মঙ্গলবার বলেছেন, ‘‘এই ইদকে আমরা উৎসর্গ করছি কাশ্মীরিদের সর্বোচ্চ ত্যাগের প্রতি এবং তত দিনই আমরা এ রকমই করতে থাকব, যত দিন কাশ্মীরিদের ইচ্ছাকে মর্যাদা দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান হয়।’’ নওয়াজ আরও বলেন, ‘‘আমরা কাশ্মীরিদের বলিদানকে কিছুতেই অবজ্ঞা করতে পারব না। এই বলিদানের মধ্যে দিয়েই কাশ্মীরিরা তাঁদের লক্ষ্যে পৌঁছবেন।’’ নওয়াজ শরিফ কাশ্মীর নিয়ে এর আগেও উস্কানিমূলক মন্তব্য করেছেন। ভারত তার কড়া বিরোধিতাও করেছে। কিন্তু নওয়াজ এ দিন ফের বুঝিয়ে দিলেন, সঙ্ঘাতের রাস্তাতেই হাঁটতে চাইছেন তিনি। পাক প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারত সরকার কাশ্মীরিদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। বলপ্রয়োগ করে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের দাবিকে দমন করা যাবে না বলেও নওয়াজ মন্তব্য করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন