কেজরীর মুখে কালি দিয়ে আটক যুবতী

এ বার মুখে কালি ছেটানো হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। এ দিন রাজধানীর ছত্রশাল স্টেডিয়ামে তিনি যখন একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় এক যুবতী ধীরে ধীরে মঞ্চের দিকে গিয়ে কেজরীবালের মুখ লক্ষ্য করে কালি ছেটায়। সঙ্গে ছুঁড়ে মারে কিছু কাগজপত্র ও একটি সিডি। ওই যুবতীকে পুলিশ আটক করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ১৯:১২
Share:

এ বার মুখে কালি ছেটানো হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের।

Advertisement

এ দিন রাজধানীর ছত্রশাল স্টেডিয়ামে তিনি যখন একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় এক যুবতী ধীরে ধীরে মঞ্চের দিকে গিয়ে কেজরীবালের মুখ লক্ষ্য করে কালি ছেটায়। সঙ্গে ছুঁড়ে মারে কিছু কাগজপত্র ও একটি সিডি। ওই যুবতীকে পুলিশ আটক করেছে।

দেখুন- জুতো ছোঁড়া ও কালি ছেটানোর গ্যালারি

Advertisement

পুলিশ জানাচ্ছে, ওই যুবতীর নাম ভাবনা। তিনি কেজরীবালের ‘আম আদমি পার্টি’ থেকে বেরিয়ে আসা বিক্ষুব্ধ অংশ ‘আম আদমি সেনা’র এক সক্রিয় কর্মী।

এর আগে দিল্লি বিধানসভা ভোটের প্রচারের সময়েও কালি ছেটানো হয়েছিল কেজরীবালের মুখে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement