ঘুষের দায়ে মন্ত্রীকে তাড়ালেন কেজরী, শিখতে বললেন মোদীকে

দিল্লির খাদ্য ও পরিবেশ মন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এক নির্মাণ সংস্থার থেকে ৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল মন্ত্রী আসিম আহমেদ খানের বিরুদ্ধে। কেজরীবাল জানান, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছে সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১৭:১২
Share:

দিল্লির খাদ্য ও পরিবেশ মন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এক নির্মাণ সংস্থার থেকে ৬ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল মন্ত্রী আসিম আহমেদ খানের বিরুদ্ধে। কেজরীবাল জানান, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছে সরকার। দিল্লির এক বিল্ডারের সঙ্গে পদচ্যুত মন্ত্রীর দীর্ঘ কথোপকথনের রেকর্ডিংও শোনা হয়েছে বলে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Advertisement

কেজরীবাল এ দিন বলেন, ‘দুর্নীতি করলে নিজের ছেলেকেও আমি ছেড়ে কথা বলব না। মানুষ সৎ রাজনীতিক হিসেবে আমাদের উপর ভরসা রাখেন। ফলে আমাদের মন্ত্রিসভায় কোনও দুর্নীতিগ্রস্তের ঠাঁই হতে পারে না।’’ এই সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বড় বড় দুর্নীতিতে নাম জড়ানো সত্ত্বেও বিজেপি শাসিত রাজস্থান ও মধ্যপ্রদেশের দুই মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং শিবরাজ চহ্বানকে যে মোদী পদত্যাগ করতে বলেননি, তা এ দিন ফের মনে করিয়ে দেন কেজরীবাল।

মন্ত্রীকে বরখাস্ত করার পাশাপাশি, গোটা ঘটনার সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। আসিম আহমেদ খানের জায়গায় সংশ্লিষ্ট দফতরের নতুন মন্ত্রী করা হয়েছে ইমরান হুসেনকে।

Advertisement

ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর, আম আদমি পার্টির সরকারে এই নিয়ে দু’টি বড় পরিবর্তনের ঘটনা ঘটল। জাল কলেজ ডিগ্রি পেশের অভিযোগ মাথায় নিয়ে জুন মাসে কেজরীবালের ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন