আর্থিক প্রতারণার অভিযোগ দম্পতির বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।
ঠিক যেন বাস্তবের ‘লক্ষ্মী চিট ফান্ড’! টাকা দিলেই দ্বিগুণ ফেরত। আর এই প্রতিশ্রুতি দিয়েই ৩০০ জনের কাছ থেকে কোটি কোটি টাকা ‘হেরা ফেরী’ করার অভিযোগ উঠল কেরলের এক দম্পতির বিরুদ্ধে। আর এই ঘটনাই হিন্দি ছবির কাহিনিকে মিলিয়ে দিল বাস্তবের কাহিনির সঙ্গে।
অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনাল শেঠী অভিনীত ‘ফির হেরা ফেরী’ ছবির কথা মনে আছে? সেখানে দেখানো হয়েছিল ‘লক্ষ্মী চিট ফান্ড’ নামে একটি সংস্থাকে। ২১ দিনে দ্বিগুণ টাকা ফেরতের কথা বলেছিল ওই সংস্থাটি। আর সেই ফাঁদে পড়ে নিজেদের সর্বস্ব খুইয়েছিলেন কাহিনির রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনাল শেঠী) এবং গণপতরাও (পরেশ রাওয়াল)। ১ কোটি টাকা বিনিয়োগ করে তিন সপ্তাহের ২ কোটি টাকা পাওয়ার আশায় সর্বস্ব খোয়ান তাঁরা।
ঠিক তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে কর্নাটকে। গত ২৫ বছর ধরে বেঙ্গালুরুতে থাকেন কেরলের দম্পতি টমি এবং শাইনি। সেখানেই তাঁরা ‘এএ চিটস অ্যান্ড ফাইন্যান্স’ নামে একটি চিটফান্ড সংস্থা চালান। টাকা দিলেই তা দ্বিগুণ, এমনকি দ্বিগুণের বেশিও ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তাঁরা। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য প্রথম প্রথম ১৫-২০ শতাংশ সুদে টাকা ফেরত দেওয়া শুরু করেন। ফলে কয়েকশো গ্রাহক প্রথম বার দ্বিগুণ টাকা ফেরত পেয়ে আরও বিনিয়োগ করা শুরু করেন। ৩০০ জন গ্রাহক কয়েক কোটি টাকা বিনিয়োগ করেন বেশি লভ্যাংশের আশায়। কিন্তু টাকা ফেরত নিতে গিয়ে দেখেন সংস্থাটিই উঠে গিয়েছে। টমি এবং শাইনির কোনও হদিস নেই। গ্রাহকদের অনেকের দাবি, তাঁদের সঞ্চয়ের বেশির ভাগ টাকাই এই সংস্থায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন ওই দম্পতির কোনও হদিস না মেলায় তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন। টমি এবং শাইনির খোঁজ চালাচ্ছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, এই দম্পতি বেঙ্গালুরু ছেড়ে পালিয়েছেন।