রিজিজুর হুঁশিয়ারি

নাগা বিরোধী অবস্থান নেওয়ায় মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের সমালোচনায় মুখর এনএসসিএন (আইএম)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৩:১৯
Share:

নাগা বিরোধী অবস্থান নেওয়ায় মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের সমালোচনায় মুখর এনএসসিএন (আইএম)। ঠিক তখনই ইম্ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বললেন, “কেন্দ্র ও রাজ্য হাত মিলিয়ে মণিপুরে আই-এমের অবৈধ কাজ বন্ধ করতে হবে।” উখরুলে ওক্রাম ইবোবির হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চলার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে নাগাদের বিরোধ চরমে। টাংখুল নাগারা ইতিমধ্যে উখরুল জেলায় ইবোবির প্রবেশ ‘নিষিদ্ধ’ করেছে। গুলিচালনার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য সরকার ঘোষণা করেছে, ওই হামলার পিছনে এনএসসিএন (আইএম)-এর হাত ছিল। কিন্তু ওই সংগঠনের দাবি, পুরো ঘটনা সাজানো। নাগাদের হেনস্থা করতেই নির্বাচনের আগে এই ছক কষেছেন মুখ্যমন্ত্রী। ধৃতের সঙ্গে আই-এমের সম্পর্ক নেই দাবি করে সংগঠনের জনসংযোগমন্ত্রী হোরাম জানান— নাগা বিরোধী ইবোবি মনগড়া অভিযোগ সাজাচ্ছেন।

Advertisement

মণিপুর সফররত কিরেণ রিজিজু বলেন, ‘‘আইএম মণিপুরে অবৈধ কাজকর্ম চালাচ্ছে। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে তাদের ওই কাজ রুখবে।’’ মণিপুরে আই-এম জঙ্গিদের অপরাধের নিন্দা করে রিজিজু জঙ্গিদের অস্ত্র নামিয়ে রাখার পরামর্শ দেন। কংগ্রেস শাসিত রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে কিছুটা চাপে আইএম। অবশ্য গুলিচালনার ঘটনা নিয়ে মন্তব্য না করে রিজিজু বলেন, ‘‘বিষয়টি সংবেদনশীল। তদন্ত রিপোর্ট হাতে না পেলে মন্তব্য করা ঠিক নয়।’’ উত্তর-পূর্বে জঙ্গি সমস্যার বাড়াবাড়ি নিয়ে তিনি কংগ্রেসের এত দিনের ভুল নীতিকে দায়ী করেন। রিজিজু রাজ্যের বিকাশের স্বার্থে সব সম্প্রদায়কে শান্তি বজায় রাখতে অনুরোধ জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement