ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত দুই যাত্রী, জখম আরও অনেকে। ছবি: সংগৃহীত।
কলকাতায় আসার পথে ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রিবাহী বাস। বুধবার ভোরে ওড়িশার বালেশ্বর জেলায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ভোর ৩টে নাগাদ জলেশ্বর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের দিকের অংশ। ফলে চালকের কেবিন ও সামনের সিটগুলিতে বসা যাত্রীরা গুরুতর জখম হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতেরা হলেন কটক জেলার সালেপুরের বাসিন্দা মীর আব্দুল রহিম (৩৯) এবং মাহাঙ্গার বাসিন্দা নৃসিংহ কাঠুয়া (৪০)।
জানা গিয়েছে, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি ঢেঙ্কানাল জেলার নরসিংহপুর থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল। কিন্তু লক্ষ্মণনাথ টোল গেটের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ধানবোঝাই ট্রাকে গিয়ে ধাক্কা মারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলবাহিনী। আহত যাত্রীদের উদ্ধার করে জলেশ্বরের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁদের বালেশ্বরের ফকিরমোহন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।