উত্তর-পূর্বের বাঁধ-বিরোধী আন্দোলন উস্কে দিল কেরল

বড় বাঁধ বাতিলের দাবিতে ৩১ অগস্ট থেকে রাজ্যজুড়ে ফের আন্দোলন শুরু হবে। সংগ্রাম সমিতি ও আরও ২৬ টি সংগঠনের আন্দোলনে ২০১১ সাল থেকে নামনি সুবনসিরি বৃহৎ নদীবাঁধের কাজ থমকে আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০২:৫০
Share:

ফাইল চিত্র।

উত্তর-পূর্বের বাঁধ-বিরোধী আন্দোলনকে ফের উস্কে দিল কেরলের ভয়াবহ বন্যা। অভিযোগ, অতি বর্ষণের ফলে কেরলের ৪০টি নদীবাঁধ থেকে এক সঙ্গে জল ছাড়ায় প্লাবিত হয় গোটা রাজ্য। তারই জের টেনে অসম ও অরুণাচলে বৃহৎ নদীবাঁধ বিরোধী আন্দোলন তীব্রতর করার সিদ্ধান্ত নিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি।

Advertisement

তাদের তরফে আজ ঘোষণা করা হয়, বড় বাঁধ বাতিলের দাবিতে ৩১ অগস্ট থেকে রাজ্যজুড়ে ফের আন্দোলন শুরু হবে। সংগ্রাম সমিতি ও আরও ২৬ টি সংগঠনের আন্দোলনে ২০১১ সাল থেকে নামনি সুবনসিরি বৃহৎ নদীবাঁধের কাজ থমকে আছে।

সমিতির নেতা অখিল গগৈ বলেন, কেরল সরকার বিশেষজ্ঞ সমিতির প্রতিবেদন নাকচ করে বাঁধ গড়েছিল। তার ফল আজ ভুগতে হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ভাসল ভিটের গ্রামও, তবু নীরব ‘ভূমিপুত্র’

একই চক্রান্ত চলছে উত্তর-পূর্বে। তাঁর বক্তব্য, বিশেষজ্ঞরা বার বার বলছেন গেরুকামুখ বাঁধের নকশায় গণ্ডগোল আছে। বাস্ততন্ত্রের উপরে ওই বাঁধের প্রভাব ক্ষতিকর হবে। সব জেনেও বাঁধ তৈরির চেষ্টা চলছে। অরুণাচলে মোট ১৬৮টি বাঁধ তৈরি হতে চলেছে। প্রাকৃতিক বিপর্যয় হলে ওই সব বাঁধের কারণেই ধ্বংসের মুখে পড়বে অসম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন