National news

কুম্ভমেলা উপলক্ষে টিকিটের দাম কমাল রেল, বাড়ছে ট্রেনের সংখ্যাও

সম্প্রতি একটি টুইট করে যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূস গয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১৫:২২
Share:

প্রতীকী ছবি।

(রবিবার এই প্রতিবেদনটিতে ভুলবশত টিকিটের মূল্য যা লেখা হয়েছিল, তা সঠিক নয়।কেবল ওই পরিমাণ শুল্ক ছাড় দিয়েছে রেল। এই অনভিপ্রেত গুরুতর ত্রুটির জন্য আমরা দুঃখিত।)

Advertisement

কুম্ভমেলা উপলক্ষে ভাড়া কমতে চলেছে রেলের। সম্প্রতি একটি টুইট করে যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।

টুইটে রেলমন্ত্রী জানান, কুম্ভমেলা উপলক্ষে রেল সারচার্জ ছাড় দিয়েছে। তার ফলেই ট্রেনের ভাড়া কমতে চলেছে। কারণ সাধারণ, মেল এবং এক্সপ্রেস ট্রেনের সমস্ত শুল্ক মুক্ত করে দিচ্ছে রেল। যেখানে আগে যেখানে এসি চেয়ারকার এবং এসি থার্ড ক্লাসের টিকিটের জন্য ২০ টাকা শুল্ক দিতে হত, মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের শুল্ক ছিল ১০ টাকা, এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাসের শুল্ক ছিল যথাক্রমে ৩০ এবং ৪০ টাকা, রেলমন্ত্রীর টুইট অনুযায়ী, রেল এ বার সমস্ত শুল্কই মুক্ত করে দিচ্ছে।

Advertisement

আগামী বছরে ১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ কুম্ভমেলা। মেলা উপলক্ষে দেশ-বিদেশ থেকে ১ কোটিরও বেশি মানুষ ইলাহাবাদে জড়ো হবেন। শুধু ভাড়া কমিয়ে যাত্রীদের সুবিধা করা নয়, সেই যাত্রীচাপ সামাল দিতেও প্রস্তুত রেল। তার জন্য আরও ৮০০-র বেশি ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। বিভিন্ন স্টেশন থেকে তীর্যযাত্রী নিয়ে ট্রেনগুলো ইলাহাবাদে রওনা দেবে।

আরও পড়ুন: ক্যানসারের ভুয়ো নথি দেখিয়ে আড়াই কোটি টাকা তুললেন এই মহিলা!

ইলাহাবাদের ভিতরে যাতাযাতের জন্য ৮০০ অতিরিক্ত লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এর বাইরেও ৬টি স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে। এই ৬টি স্পেশ্যাল ট্রেন ভারতের বিভিন্ন জায়গা থেকে যাত্রী নিয়ে ইলাহাবাদ পৌঁছবে। আর ৫,০০০ প্রবাসী ভারতীয়কে আনার জন্য নয়াদিল্লি এবং ইলাহাবাদের মধ্যে ৫টি স্পেশ্যাল ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে খবর।

রেল সূত্রে খবর, স্পেশ্যাল অতিরিক্ত ট্রেন চালানোর পাশাপাশি যাত্রীদের জন্য প্রতিটা কামরার রং এবং নকশা বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য রেল জানিয়েছে, মোট ১ হাজার ৪০০ কামরা সাজিয়ে তোলা হবে কুম্ভমেলা সংক্রান্ত বিভিন্ন ছবি এবং লেখায়। রংবেরঙের সেই ছবি তীর্থযাত্রীদের মধ্যে কুম্ভমেলা নিয়ে বার্তা পৌঁছে দেবে।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন সিন্ধু, ওকাহুরাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ট্যুরে সোনা

যাত্রীদের সুবিধার্থে ইলাহাবাদ রেলওয়ে জংশনে ১০ হাজার তীর্থযাত্রীদের থাকার জন্য ৪টে বড় বাড়ি বানানো হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরা, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা শৌচালয়, এলসিডি টিভি, টিকিট কাউন্টার, জলের বুথ থেকে শুরু করে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই থাকছে। যে কোনওরকম সাহায্যের জন্য পাবলিক বুথও থাকছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন