Lakhimpur Kheri

Lakhimpur Kheri: পুলিশ হাজতে জ্বরে কাবু, মিলেছে ডেঙ্গির উপসর্গ, লখিমপুর খেরির আশিস কি হাসপাতালে

আশিসকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হবে বলে আপাতত স্থির করেছেন জেলের আধিকারিকরা। নমুনা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১১:১৭
Share:

আশিস মিশ্র। ফাইল ছবি।

পুলিশ হেফাজতে থাকাকালীন জ্বরে কাহিল। ডেঙ্গির উপসর্গ দেখা দিয়েছে লখিমপুর খেরি-কাণ্ডে মুখ্য অভিযুক্ত আশিস মিশ্রের। তাঁকে হাসপাতালে ভর্তি করার কথা ভাবছেন জেল আধিকারিকরা।

Advertisement

৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ জমায়েতে গাড়ি নিয়ে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে। গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৪ জন কৃষকের। মোট ৮ জনের প্রাণ যায়। আদালতের হস্তক্ষেপের পর গত ৯ অক্টোবর গ্রেফতার হন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস। মৃত কৃষকদের পরিবারের অভিযোগ, সেই সময় গাড়ির চালকের আসনে ছিলেন মন্ত্রীপুত্র আশিস।

লখিমপুর জেলা সংশোধনাগারের আধিকারিক পিপি সিংহ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘‘তিনি সত্যিই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কি না, তা নিশ্চিত নই। শুক্রবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে গোটা ব্যাপারটা স্পষ্ট হবে।’’

Advertisement

জেল সূত্রে খবর, আশিসকে সরকারি হাসপাতালে ভর্তি করানোর বিষয়ে চিন্তাভাবনা করছেন জেল আধিকারিকরা। জ্বর থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন