Lalu Prasad Yadav

জেলে বসে বিধায়ক ভাঙানোর চেষ্টা করেছেন লালু, অভিযোগ বিজেপির

অভিযোগ, এনডিএ বিধায়কদের ফোন করে মন্ত্রিত্বের লোভ দেখাচ্ছেন লালু।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৩:২৭
Share:

—ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার হয়নি তাঁদের। তবে বিহারে হাল ছাড়ছেন না আরজেডি সুপ্রিমো। বরং জেলে বসে এনডিএ-র বিধায়ক ভাঙানোর চেষ্টা করছেন তিনি। পশুখাদ্য মামলা জেলবন্দি লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে এ বার এমনই অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুশীলকুমার মোদী। ৫০ বছর পর বিহার বিধানসভায় স্পিকার নির্বাচনের আগেই লালু সক্রিয় হয়ে ওঠেন বলে দাবি তাঁর।

Advertisement

জেলে বসে লালু নির্বাচনী কৌশল তৈরি করছেন, কাকে টিকিট দেওয়া হবে, তা স্থির করছেন বলে বিধানসভা নির্বাচনের আগেও অভিযোগ তুলেছিল বিজেপি। বুধবার টুইটারে একটি অডিয়ো রেকর্ডিং পোস্ট করেন সুশীল। তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের এমএলএ লাল্লন যাদবের সঙ্গে এক ব্যক্তির কথোপথন ধরা পড়ে। স্পিকার নির্বাচনের সময় বিধানসভায় লাল্লনকে করোনার দোহাই দিয়ে অনুপস্থিত থাকার পরামর্শ দেন ওই ব্যক্তি। নির্দেশ মানলে লাল্লনকে মন্ত্রিত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দিতে শোনা যায় তাঁকে।

সুশীলের দাবি, লাল্লনকে মন্ত্রিত্বের লোভ দেখানো ওই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং লালুপ্রসাদ যাদব। রাঁচি থেকে ফোনে লালু এনডিএ বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। একটি ফোন নম্বর তুলে ধরে সুশীল লেখেন, ‘রাঁচি থেকে ৮০৫১২১৬৩০২ নম্বর থেকে এনডিএ বিধায়কদের ফোন করে মন্ত্রিত্বের লোভ দেখাচ্ছেন লালু যাদব। আমি ওই নম্বরে ঘুরিয়ে ফোন করলে সরাসরি লালুই ফোন ধরেন। আমি ওঁকে জানিয়ে দিই, জেলে বসে যতই নোংরা রাজনীতি করুন না কেন, সফল হবেন না’।

Advertisement

আরও পড়ুন: করোনায় প্রয়াত সনিয়া-ঘনিষ্ঠ কংগ্রেস নেতা ও রাজ্যসভার সাংসদ আহমেদ পটেল​

আরও পড়ুন: কোভিডের প্রতিষেধক কবে ভারতে পাওয়া যাবে, জানেন না প্রধানমন্ত্রী​

দীর্ঘ পাঁচ দশক পর বুধবার বিহারে স্পিকার নির্বাচন হয়েছে। তাতে জয়ী হয়েছেন বিজেপির বিজয়কুমার সিন্‌হা। শুরুতে ওই পদের জন্য নন্দকিশোর যাদবের নাম উঠে আসছিল। আরজেডি নেতৃত্বাধীন ‘মহাজোট’-এর তাতে আপত্তি ছিল না। তাই নির্বাচনে নিজেদের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু সম্প্রতি নন্দকিশোরের পরিবর্তে সম্প্রতি তথাকথিত উচ্চবর্ণের বিজয়কুমারকে স্পিকার পদের জন্য মনোনীত করে এনডিএ। তাতেই মত পাল্টে ফেলে ‘মহাজোট’। অওধবিহারি চৌধুরীকে স্পিকার পদের জন্য মনোনীত করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন