Tej Pratap Yadav

ভোটের আগেই বিপাকে তেজ! নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কী করেছেন লালুর ত্যাজ্যপুত্র?

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তবে তেজপ্রতাপ জানান, তিনি পৃথক দল গড়ে ভোটে লড়বেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৪:৪৬
Share:

তেজপ্রতাপ যাদব। — ফাইল চিত্র।

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) প্রধান লালুপ্রসাদের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে। অভিযোগ, মনোয়নপত্র জমা দেওয়ার সময় একটি র‌্যালির আয়োজন করেছিলেন তেজ। ওই র‌্যালিতে পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করেছেন তিনি!

Advertisement

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে লড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তেজ। ‘জনশক্তি জনতা দল’ (জেজেডি) গঠন করে এ বারের নির্বাচনে লড়বেন লালুর জ্যেষ্ঠপুত্র। বিহারের বৈশালী জেলার মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তেজ। গত ১৬ অক্টোবর নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি র‌্যালি করেন তেজ। সেই র‌্যালির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কে জড়ালেন তিনি।

রবিবার জেলা পুলিশ একটি বিবৃতি জারি করে বিষয়টি উল্লেখ করে। ওই মিছিলের গাড়িতে পুলিশের লোগো ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে পুলিশের দাবি, ওই লোগো সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে পুলিশের কোনও সম্পর্ক নেই। সেই কারণে তেজপ্রতাপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পর থেকে ধারাবাহিক ‘অরাজনৈতিক’ কর্মসূচি পালন করেছেন বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ। বিহারের সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রের বিধায়ক তেজপ্রতাপ পরিবার ও দল থেকে বিতাড়নের জন্য নাম না করে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁর ভাই তথা ‘লালুর রাজনৈতিক উত্তরাধিকারী’ তেজস্বী যাদবের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement