Lalu Prasad Yadav

বড় ছেলে তেজপ্রতাপকে তাড়িয়ে দিলেন লালুপ্রসাদ! ‘পরিবার এবং দল’ দু’জায়গা থেকেই বিতাড়নের ঘোষণা

শনিবারই তেজপ্রতাপ ফেসবুকে এক মহিলার সঙ্গে ছবি পোস্ট করেন। লালু-পুত্র দাবি করেন, তিনি অনুষ্কার সঙ্গে গত ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। সেই পোস্টের সঙ্গে লালুর বহিষ্কারের সিদ্ধান্তের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:২৪
Share:

(বাঁ দিকে) তেজপ্রতাপ এবং লালুপ্রসাদ যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে নিজের দল থেকে তাড়িয়ে দিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। শুধু দল থেকে নয়, পরিবার থেকেও তাঁকে বিতাড়িত করলেন তিনি। কেন তাঁকে তাড়ানো হল, তার ব্যাখ্যাও দিয়েছেন লালু। তেজপ্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার অভিযোগ তুলে দল এবং পরিবার থেকে বহিষ্কার করলেন আরজেডি প্রধান। আগামী ছ’বছর আরজেডির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না বলেও জানিয়েছেন লালু।

Advertisement

লালু সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্টে পুত্র তেজপ্রতাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘তেজপ্রতাপের আচরণ পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’’ লালুর দাবি, আরজেডি সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রাম করছে। ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করলে সেই সংগ্রামই দুর্বল হয়ে পড়বে। তার পরেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর পুত্র তেজপ্রতাপকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানান। লালু আরও লেখেন, ‘‘তেজপ্রতাপ তার ব্যক্তিগত জীবনে ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করতে জানে। কেউ যদি তার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে নিজস্ব বিবেচনার ভিত্তিতে ও তা করুক।’’

শনিবারই তেজপ্রতাপ ফেসবুকে এক মহিলার সঙ্গে ছবি পোস্ট করেন। ছবিতে তেজপ্রতাপের সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাম অনুষ্কা যাদব। লালু-পুত্র দাবি করেন, তিনি অনুষ্কার সঙ্গে গত ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। দীর্ঘ দিনের সেই সম্পর্কের কথা এখন তিনি প্রকাশ্যে আনলেন। সেই পোস্ট প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় বিহারের রাজনীতিতে। তবে তেজপ্রতাপ দাবি করেন, তাঁর ফেসবুক হ্যাক করা হয়েছে। তাঁর ছবি ‘এডিট’ করে পোস্ট করছে হ্যাকারেরা। তাঁর এবং তাঁর পরিবারের মানহানি করার লক্ষ্যেই এই সব ছবি পোস্ট করা হচ্ছে। গুজবে কান না-দেওয়ার আহ্বানও জানান তেজপ্রতাপ। ঠিক তার এক দিন পরেই তাঁকে পরিবার এবং দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানালেন লালু। দুই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, লালু যে ‘দায়িত্বজ্ঞানহীনতার’ কথা বলেছেন, তা কোন উদ্দেশ্যে তা-ও স্পষ্ট করেনি কোনও পক্ষই।

Advertisement

চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বৈশালী জেলার মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে তেজপ্রতাপের লড়াই করার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে লালুর এই সিদ্ধান্ত তেজপ্রতাপের জীবনে বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement