গুরগাঁওয়ে ভরদুপুরে বন্দুক দেখিয়ে লুঠ লালুর জামাইয়ের গাড়ি

ভরদুপুরে গুরগাঁওয়ের জনবহুল রাস্তায় লুঠ হয়ে গেল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জামাইয়ের গাড়ি। বুধবার বিকেলের এই ঘটনায় অবশ্য এখনও কেউ গ্রেফতার হয়নি। খোঁজ পাওয়া যায়নি সেই গাড়িরও। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে সিকন্দরপুর যান আরজেডি সুপ্রিমোর জামাই বিনীত যাদব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫১
Share:

ভরদুপুরে গুরগাঁওয়ের জনবহুল রাস্তায় লুঠ হয়ে গেল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জামাইয়ের গাড়ি। বুধবার বিকেলের এই ঘটনায় অবশ্য এখনও কেউ গ্রেফতার হয়নি। খোঁজ পাওয়া যায়নি সেই গাড়িরও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে সিকন্দরপুর যান আরজেডি সুপ্রিমোর জামাই বিনীত যাদব। ৪টে নাগাদ সিকন্দরপুর মেট্রো স্টেশনের পাশের একটি রাস্তায় গাড়ি পার্ক করে বেড়িয়ে যান তিনি। গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার। অভিযোগ, সেই সময়ে চালককে বন্দুক দেখিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় এক দল দুষ্কৃতী। এক পুলিশ কর্তার কথায়, “দুষ্কৃতীরা গাড়িচালককে প্রথমে মারধর করে। এরপরেই বন্দুক দেখিয়ে চাবি হাতিয়ে নেয় তারা।”

দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। তবে গাড়ি বা দুষ্কৃতী কারও খোঁজই এখনও পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement