পুণে-মুম্বই এক্সপ্রেস ওয়েতে ধস

বেলা সওয়া বারোটা। রবিবার ছুটির দিন পুণে-মুম্বই এক্সপ্রেস ওয়ের উপর ছুটছিল একের পর এক গাড়ি। হঠাৎই ঝড়ের বেগে ছুটে চলা গাড়িগুলোর উপর হুড়মুড়িয়ে নেমে এল বড় বড় পাথরের চাঁই।

Advertisement
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫৩
Share:

ছবি: পিটিআই

বেলা সওয়া বারোটা। রবিবার ছুটির দিন পুণে-মুম্বই এক্সপ্রেস ওয়ের উপর ছুটছিল একের পর এক গাড়ি। হঠাৎই ঝড়ের বেগে ছুটে চলা গাড়িগুলোর উপর হুড়মুড়িয়ে নেমে এল বড় বড় পাথরের চাঁই। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। তিন মহিলার অবস্থা আশঙ্কাজনক। মৃত শশীকান্ত ধামানকার ও দীপক পটেল, দু’জনেই মুম্বইয়ের বাসিন্দা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতরেই মৃত্যু হয় তাঁদের। মহারাষ্ট্র সরকার মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এ দিকে, বৃষ্টি ও ধোঁয়াশার মধ্যে বোল্ডার সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘণ্টা দেড়েক লেগে যায়। কিন্তু এত ব্যস্ত সড়কে বারবার ধসের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। রাজ্যের পূর্তমন্ত্রী একনাথ শিন্দে বলেন, ‘‘বর্ষায় এ ধরনের ঘটনা রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন