হামলার পিছনে লস্কর না হিজবুল, ধন্দে গোয়েন্দারাও

তীর্থযাত্রীদের উপর হামলার পিছনে লস্করের হাত রয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশের আইজি মুনীর আহমেদ খান জানিয়েছেন। তাঁর দাবি, ‘‘প্রাথমিক তদন্তে যে সূত্র মিলেছে, তাতে দেখা যাচ্ছে, হামলা চালিয়েছে প্যাম্পোরের বাসিন্দা লস্কর নেতা আবু ইসমাইল।’’

Advertisement

সাবির ইবন ইউসুফ

শ্রীনগর শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৪:১৩
Share:

অভয়: অমরনাথের পথে জঙ্গি হানায় আক্রান্ত এক তীর্থযাত্রীকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সান্ত্বনা। মঙ্গলবার শ্রীনগরে। পিটিআই

অমরনাথ তীর্থযাত্রীদের হামলার পিছনে কারা, লস্কর-ই-তইবা নাকি হিজবুল মুজাহিদিন— এ নিয়ে এখনও ধন্দে গোয়েন্দারা। রাজ্য পুলিশের পক্ষে হামলার দায় লস্করের উপর দেওয়া হলেও এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের মধ্যে বিভ্রান্তি রয়ে গিয়েছে। তাঁরা মনে করছেন, হামলার ধরন হিজবুলের দিকেই ইঙ্গিত করছে।

Advertisement

তীর্থযাত্রীদের উপর হামলার পিছনে লস্করের হাত রয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশের আইজি মুনীর আহমেদ খান জানিয়েছেন। তাঁর দাবি, ‘‘প্রাথমিক তদন্তে যে সূত্র মিলেছে, তাতে দেখা যাচ্ছে, হামলা চালিয়েছে প্যাম্পোরের বাসিন্দা লস্কর নেতা আবু ইসমাইল।’’ পাক অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত ওই নেতা দীর্ঘদিন ধরেই অনন্তনাগের ওই এলাকায় সক্রিয়। পুলিশের আইজি-র দাবি, হামলায় অন্তত ৩-৪ জন জঙ্গির জড়িয়ে থাকার সম্ভাবনা। মুনীরের মতে, অনন্তনাগে ক’দিন আগেই লস্করের বড়সড় ঘাঁটি শেষ করতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী। তার শোধ তুলতেই লস্কর তীর্থযাত্রীদের নিশানা করেছে।

স্মরণ: অমরনাথে তীর্থযাত্রীদের মৃত্যুতে নীরবতা পালন। উপরাষ্ট্রপতির নাম বাছাই নিয়ে বিরোধী দলের বৈঠকে। মঙ্গলবার নয়াদিল্লিতে। পিটিআই

Advertisement

তবে হামলায় ইসমাইলের জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে না দিলেও স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা গোটা ঘটনায় আর এক জঙ্গি গোষ্ঠী হিজবুলের হাত থাকার সম্ভাবনাতেই জোর দিচ্ছেন। তাঁদের মতে, যে ভাবে হামলা চালানোর পরে আক্রমণকারীরা পালিয়েছে, তাতে তাদের হিজবুল মুজাহিদিনের সদস্য হওয়ার সম্ভাবনা বেশি। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার ব্যাখ্যা, ‘‘লস্কর জঙ্গিরা অনেক বেশি হিংস্র। তারা হামলা চালিয়ে এ ভাবে লুকিয়ে পড়ত না।’’ স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের মতে, গেরিলা কায়দায় ‘হিট ও রান’ পদ্ধতিতে হামলা বেশি চালায় হিজবুল জঙ্গিরা।

জঙ্গি হামলার ঘটনাস্থল

তবে আজ লস্কর জঙ্গিদের তরফে বিভিন্ন সংবাদমাধ্যমে মেল করে জানানো হয়, হামলার পিছনে তাদের হাত নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন