Ravi Shankar Prasad

এবার বিচারব্যবস্থায় সংরক্ষণ! জোর সওয়াল কেন্দ্রীয় আইনমন্ত্রীর

তফশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের বিচারব্যবস্থায় সুযোগ করে দেওয়ার কথা জানালেও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়(ওবিসি)-এর জন্য সংরক্ষণ থাকবে কিনা, তা অবশ্য খোলসা করেননি রবিশঙ্কর। যদিও সিভিল সার্ভিসের ধাঁচে এই পরীক্ষা নেওয়া হলে,সেক্ষেত্রে মণ্ডল কমিশনের সুপারিশ মাফিক সংরক্ষণের সুবিধা পাবেন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিরাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:১৭
Share:

আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ফাইল চিত্র।

দেশের বিচারব্যবস্থায় তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্বের জন্য সওয়াল করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদইউপিএসসি-র‘অল ইন্ডিয়া জুডিসিয়াল সার্ভিস’ পরীক্ষার মাধ্যমে বিচারক এবং বিচারপতি নিয়োগ করা হলেই এই সুবিধা পাবেন দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার লখনউতে একটি অনুষ্ঠানে বিচারব্যবস্থায় সংরক্ষণের প্রশ্নে এই সওয়াল করেনরবিশঙ্কর।

Advertisement

বিচারব্যবস্থায় নিয়োগের জন্য এর আগেই প্রস্তাব করা হয়েছে ‘অল ইন্ডিয়া জুডিসিয়াল সার্ভিস’-এর। লখনউতে আইনজীবীদের একটি অনুষ্ঠানে সেই পরীক্ষা চালু পক্ষে বক্তৃতা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তাঁর দাবি, ‘‘ইউপিএসসি-র মাধ্যমে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা নেওয়া হলে সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখা সম্ভব হবে। এই পরীক্ষা হবে সিভিল সার্ভিসের ধাঁচেই। সংরক্ষণের ফলে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে নির্বাচিত বিচারকদের প্রথমে রাজ্যে নিয়োগ করা হবে। এ ভাবেই ধীরে ধীরে তাঁরা উচ্চ পদে কাজ করার যোগ্যতা অর্জন করবেন।’’

তফশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের বিচারব্যবস্থায় সুযোগ করে দেওয়ার কথা জানালেও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়(ওবিসি)-এর জন্য সংরক্ষণ থাকবে কিনা, তা অবশ্য খোলসা করেননি রবিশঙ্কর। যদিও সিভিল সার্ভিসের ধাঁচে এই পরীক্ষা নেওয়া হলে,সেক্ষেত্রে মণ্ডল কমিশনের সুপারিশ মাফিক সংরক্ষণের সুবিধা পাবেন ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিরাও।

Advertisement

আরও পড়ুন: ‘অখিলেশ যাদব জিন্দাবাদ’ বলায় প্রতিবন্ধী যুবকের মুখে লাঠি ঢুকিয়ে দিল বিজেপি নেতা!

সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়কে বিচারব্যবস্থায় সুযোগ করে দিতে কেন্দ্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এবং লোক জনশক্তি নেতা রামবিলাস পাশোয়ান।

আরও পড়ুন: কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী? এখনও নিশ্চিত নন রামদেব

সারা দেশে বিচার বিভাগেরশূন্যপদে নিয়োগ এবং বিভিন্ন প্রান্তে নিম্ন আদালতের সংখ্যা বাড়াতে কেন্দ্রীয় পরীক্ষার পক্ষে আইনমন্ত্রী সওয়াল করলেও এখনও এই প্রস্তাব নিয়ে সন্দিহান দেশের আইনজীবীদের একাংশ। বিভিন্ন সাংবিধানিক আদালতে বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে এখনও জট অব্যাহত। সর্বোচ্চ আদালতের বিচারপতিদের একাংশ এখনও কেন্দ্রের প্রস্তাবিত স্ক্রিনিং কমিটির সুপারিশ মেনে নিয়োগে নারাজ। অন্য দিকে কেন্দ্রও জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তুলে কোনও কোনও বিচারপতির নিয়োগ আটকাতে স্ক্রিনিং কমিটি-র পক্ষে সওয়াল করে চলেছে। এই রকম একটা পরিস্থিতিতে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে বিচারক নিয়োগের প্রস্তাবের পক্ষে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সওয়াল নিঃসন্দেহে বিষয়টিতে অন্য মাত্রা যোগ করল।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন