Advertisement
E-Paper

‘অখিলেশ জিন্দাবাদ’ বলায় প্রতিবন্ধীর মুখে লাঠি ঢোকালেন বিজেপি নেতা!

পুলিশ সূত্রে খবর, ওই দিন সকালে সম্ভলে বিজেপির জেলা সভাপতি রাজেশ সিঙ্ঘল এবং কয়েক জন দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-এর দফতরে গিয়েছিলেন আমরোহার বিজেপি নেতা মহম্মদ মিঁয়া। ওই অফিসের সামনেই দাঁড়িয়ে ছিলেন মনোজ গুজ্জর নামে বছর বাইশের এক প্রতিবন্ধী যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১২:০৯
সেই যুবককে মারধরের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

সেই যুবককে মারধরের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের নামে জয়ধ্বনি দেওয়ায় প্রতিবন্ধী এক যুবকের মুখে লাঠি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার উত্তরপ্রদেশের সম্ভলের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, ওই দিন সকালে সম্ভলে বিজেপির জেলা সভাপতি রাজেশ সিঙ্ঘল এবং কয়েক জন দলীয় সমর্থককে সঙ্গে নিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম)-এর দফতরে গিয়েছিলেন আমরোহার বিজেপি নেতা মহম্মদ মিঁয়া। ওই অফিসের সামনেই দাঁড়িয়ে ছিলেন মনোজ গুজ্জর নামে বছর বাইশের এক প্রতিবন্ধী যুবক।

বিজেপি নেতাদের আসতে দেখেই মনোজ নরেন্দ্র মোদীযোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন মনোজ। সেই সঙ্গে বলতে থাকেন, ‘অখিলেশ যাদব জিন্দাবাদ…। ভোট দিলে অখিলেশকেই দেব।’মনোজকে এ রকম স্লোগান দিতে শুনতেই চটে যান মহম্মদ মিঁয়া। অভিযোগ, গাড়ি থেকে একটা লাঠি বার করে মনোজকে হুমকি দেন। তার পর তাঁর মুখে ওই লাঠি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। লাঠি তুলে মারতেও উদ্যত হন।

এসডিএম চত্বরে শান্তিভঙ্গের অভিযোগে পরে মনোজকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নামে অশ্রাব্য গালিগালাজ করছিলেন।শান্তিভঙ্গ ও গালিগালাজের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: পার্কে নমাজ নয় যোগীর রাজ্যে, নয়া ফরমান ঘিরে বিতর্ক

আরও পড়ুন: অসহায় রোগী, ত্রাতা ‘এজেন্ট’, লক্ষ লক্ষ টাকায় পাওয়া যায় কিডনির ‘দাতা’!

যুবককে হেনস্থার ঘটনাটি মুহূর্তে ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তেই বিজেপি নেতার বিরুদ্ধে নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োটিকে ভুয়ো বলেছেন মিঁয়া। পাশাপাশি, হেনস্থার ঘটনাটাও অস্বীকার করেছেন। পাল্টা মনোজের বিরুদ্ধে অভিযোগ তুলে মিঁয়া বলেন, “বিজেপি নেতাদের অশ্রাব্য ভাষায় গালাগালি করছিলেন ওই যুবক। সেটা শোনার পর নিজের রাগ ধরে রাখতে পারিনি। তাঁকে বকেছিলাম মাত্র।” সর্বসমক্ষে ওই যুবকের কাছে ক্ষমা চাইতেও তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন মিঁয়া।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

Uttar Pradesh BJP Akhilesh Yadav উত্তরপ্রদেশ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy