Lawyers Clash in Courtroom

আদালতে হাতাহাতি আইনজীবীদের! চলল লাথি-ঘুষি, চেয়ার ছোড়াছুড়ি, উত্তরপ্রদেশের ঝাঁসীতে হুলস্থুল

স্থানীয় সূত্রে খবর, আইনজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়। সেই তর্কাতর্কি ক্রমে বাড়তে থাকে। তার মধ্যে আচমকাই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৪:৩৭
Share:

আদালতের ভিতরে আইনজীবীদের মারামারি। ছবি: সংগৃহীত।

আদালতের ভিতরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবীরা। চলল অবাধে লাথি, ঘুষি এবং চেয়ার ছোড়াছুড়ি। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসীর আদালতে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, আইনজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়। সেই তর্কাতর্কি ক্রমে বাড়তে থাকে। তার মধ্যে আচমকাই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। আর তার পরই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। মারামারি খবর পেয়ে স্থানীয় থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সার্কল অফিসার স্নেহা তিওয়ারি জানিয়েছেন, শনিবার বিকেলে তাঁরা খবর পান ম্যাজিস্ট্রেট আদালতের ভিতরে এক দল আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। সেই খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। নওয়াদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সার্কল অফিসার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক মক্কেলকে কেন্দ্র করে আইনজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। তার পর পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে।

Advertisement

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দ্রশেখর শুক্ল জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কারা এই ঘটনায় জড়িত ছিলেন, কী নিয়ে সংঘর্ষ তা খতিয়ে দেখার জন্য একটি তদন্তকমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন চন্দ্রশেখর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement