Tejas Express

সেলেব্রিটি সেফদের রান্না, ওয়াইফাই, এলসিডি স্ক্রিন, সব থাকছে ভারতের এই ট্রেনে

সেলেব্রিটি সেফদের রান্না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা এলসিডি স্ক্রিনের ব্যবস্থা। এমনকী থাকছে চা এবং কফি ভেন্ডিং মেশিনও, যেখান থেকে বার বার নেওয়া যাবে চা এবং কফি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৬:৩২
Share:

সেলেব্রিটি সেফদের রান্না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা এলসিডি স্ক্রিনের ব্যবস্থা। এমনকী থাকছে চা এবং কফি ভেন্ডিং মেশিনও, যেখান থেকে বার বার নেওয়া যাবে চা এবং কফি। না, এই এলাহী আয়োজন বড় কোনও রেস্তোরাঁ বা বিবাহবাসরের নয়। এই সব সুবিধা মিলবে ভারতের একটি ট্রেনের কামরার অন্দরমহলে।

Advertisement

কোন ট্রেন সেটি?

ট্রেনের নাম ‘তেজস এক্সপ্রেস’। কুড়ি কোচবিশিষ্ট এই ট্রেনটি আগামী জুন মাসেই চালু হতে চলেছে। চলবে মুম্বই থেকে গোয়া পর্যন্ত। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা বিশেষ ভাবে মাথায় রাখা হচ্ছে। গত বাজেটেই রেলমন্ত্রী ঘোষণা করেছিলেন ভারতীয় রেলকে বিশ্বমানের করে তোলার প্রচেষ্টা শুরু হয়েছে। সে জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তেজস‍ নামে এই নতুন ট্রেন যোগ হবে ভারতীয় রেলে। আর এই ট্রেন চালু হলেই ভারতীয় রেলে যোগ হবে নতুন মাত্রা।

Advertisement

আরও পড়ুন: বেপরোয়া বাসের রেষারেষি, তার পর কী হল দেখুন ভিডিও

তেজসএ থাকছে ওয়াইফাই পরিষেবা এলসিডি স্ত্রিন আর সেলেব্রিটি শেফ সঞ্জীব কপূরের তৈরি করা মেনু। এমনকী ট্রেনের অন্দরসজ্জাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনটিতে চড়লে বিশ্বমানের ট্রেনে চড়ার অনুভূতি হবে বলে দাবি রেলমন্ত্রকের। ট্রেনের টয়লেট নিয়ে রেলে বিস্তর অভিযোগ জমা পড়ে প্রতিদিন। সেই কথা মাথায় রেখে টয়লেটের পরিচ্ছন্নতা এবং অন্যান্য পরিষেবার দিকে খেয়াল রাখা হয়েছে। থাকছে বায়োভ্যাকুয়াম টয়লেট সেনসোরাইজড ট্যাপ এবং হ্যান্ড ড্রায়ার্স। এরই সঙ্গে একটি কামরা থেকে অন্য কামরায় যাওয়ার পথে থাকছে স্বয়ংক্রিয় দরজা। যা এত দিন শুধুমাত্র ভারতের মেট্রোরেলে দেখা যেত। যদিও এই ট্রেনের ভাড়া হবে অনেকটাই বেশি। রেল দুর্ঘটনা রুখতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এ বার তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তাঁর কথায় ‘‘২০১৬ সালে ভারতীয় রেলে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০১৭ সালেও এমন বেশ কিছু প্রকল্প রূপায়ণ করবে রেল।’’ সম্প্রতি চালু হয়েছে হামসফর এক্সপ্রেস মহামান্য এক্সপ্রেস ও গতিমান এক্সপ্রেস।

যদিও এই ট্রেনের ভাড়া হবে অনেকটাই বেশি। রেল দুর্ঘটনা রুখতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এ বার তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি রেলমন্ত্রী সুরেশ প্রভুর। তাঁর কথায় ‘‘২০১৬ সালে ভারতীয় রেলে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ২০১৭ সালেও এমন বেশ কিছু প্রকল্প রূপায়ণ করবে রেল।’’ সম্প্রতি চালু হয়েছে হামসফর এক্সপ্রেস মহামান্য এক্সপ্রেস ও গতিমান এক্সপ্রেস।

তেজসএ থাকছে ওয়াইফাই পরিষেবা এলসিডি স্ত্রিন আর সেলেব্রিটি শেফ সঞ্জীব কপূরের তৈরি করা মেনু। এমনকী ট্রেনের অন্দরসজ্জাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনটিতে চড়লে বিশ্বমানের ট্রেনে চড়ার অনুভূতি হবে বলে দাবি রেলমন্ত্রকের। ট্রেনের টয়লেট নিয়ে রেলে বিস্তর অভিযোগ জমা পড়ে প্রতিদিন। সেই কথা মাথায় রেখে টয়লেটের পরিচ্ছন্নতা এবং অন্যান্য পরিষেবার দিকে খেয়াল রাখা হয়েছে। থাকছে বায়োভ্যাকুয়াম টয়লেট সেনসোরাইজড ট্যাপ এবং হ্যান্ড ড্রায়ার্স। এরই সঙ্গে একটি কামরা থেকে অন্য কামরায় যাওয়ার পথে থাকছে স্বয়ংক্রিয় দরজা। যা এত দিন শুধুমাত্র ভারতের মেট্রোরেলে দেখা যেত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement