Rajasthan

করোনায় মঞ্জুর হয়নি ছুটির আবেদন, থানার মধ্যেই গায়েহলুদ কনস্টেবলের

বিয়ের আগে গায়েহলুদের রীতি রয়েছে রাজস্থানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৫:৫৭
Share:

থানার মধ্যেই চলছে গায়ে হলুদের রীতি। ছবি: সংগৃহীত।

করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। বাদ যায়নি রাজস্থানও। করোনা রুখতে আরও কঠিন লড়াই স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের মতো প্রথম সারির যোদ্ধাদের। ছুটি বাতিল করে দিনরাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধারা।

Advertisement

এ রকম পরিস্থিতিতে একটু অন্য ছবি ধরা পড়ল রাজস্থানের এক থানায়। বিয়ের আগে সমস্ত রীতি মেনে এক মহিলা কনস্টেবলের গায়েহলুদ হল থানার মধ্যেই। সঙ্গী হলেন তাঁর সহকর্মীরা।

বিয়ের আগে গায়েহলুদের রীতি রয়েছে রাজস্থানে। রাজস্থানের দুঙ্গারপুর থানার এক মহিলা কনস্টেবল গায়েহলুদের জন্য ছুটি চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর ছুটি মঞ্জুর হয়নি। এর পরই সহকর্মীরা মিলে থানার মধ্যেই তাঁর গায়েহলুদ দিলেন। থানার বড়বাবু থেকে শুরু করে অন্যান্য সহকর্মী সকলেই পালন করলেন এই রীতি।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন