সিদ্দেককে সমন

নিলামবাজারের ছাত্রী-নিবাসের জমি কেলেঙ্কারি নিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদকে সমন পাঠাল লিগ্যাল সার্ভিস অথরিটি। পূর্বতন তরুণ গগৈ সরকারের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক-সহ ১৪ জনকে কালীবাড়ি রোডে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সমন পেয়ে ক্ষুব্ধ সিদ্দেকবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৩:৩২
Share:

নিলামবাজারের ছাত্রী-নিবাসের জমি কেলেঙ্কারি নিয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদকে সমন পাঠাল লিগ্যাল সার্ভিস অথরিটি।

Advertisement

পূর্বতন তরুণ গগৈ সরকারের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক-সহ ১৪ জনকে কালীবাড়ি রোডে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের সমন পেয়ে ক্ষুব্ধ সিদ্দেকবাবু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স তদন্ত থেকে শুরু করে জেলা প্রশাসন, জেলা পরিষদও একাধিক বার এ নিয়ে খোঁজখবর করেছে। দুর্নীতির হদিস কেউ পায়নি। তার পরও একটি চক্র আমার বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করছে।’’ তিনি হুঁশিয়ারি দেন, ওই চক্রান্তকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করা ছাড়া তাঁর অন্য উপায় নেই।

Advertisement

প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, রঘুরটুক ক্লাব এবং ছাত্রীনিবাসের জমি তাঁর ছেলের নামে ছিল। ভবন নির্মাণের সময় ছেলে ছিল নাবালক। তাই জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করেছিলেন তিনি। তাঁর ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই জমি আইনি ভাবে রঘুরটুক ক্লাবকে দেওয়া হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক থাকাকালীন ওই ভবনের একাংশ সরকারি অনুদানে নির্মাণ করা হয়েছিল। কিন্তু বিনা কারণে এ নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement