সাত জনের যাবজ্জীবন

এক দম্পতিকে ডাইনি অপবাদে হত্যা করার অপরাধে অভিযুক্ত সাতজনকে যাবজ্জীবন কারাবাসের আদেশ দিল অসমের চিরাং জেলা আদালত। ২০১১ সালের নভেম্বর মাসে চিরাং জেলার ঢালিগাঁও ডিমাকুমারি গ্রামের বাসিন্দা ৫৫ বছরের রমন নার্জারি ও তাঁর স্ত্রী ৫০ বছর বয়সী বুলাউকে ডাইনি অপবাদ দেয় ওই গ্রামেরই সাত বাসিন্দা। পরে তাঁরা উধাও হয়ে যান। তাঁদের ছেলের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ০৩:১০
Share:

এক দম্পতিকে ডাইনি অপবাদে হত্যা করার অপরাধে অভিযুক্ত সাতজনকে যাবজ্জীবন কারাবাসের আদেশ দিল অসমের চিরাং জেলা আদালত। ২০১১ সালের নভেম্বর মাসে চিরাং জেলার ঢালিগাঁও ডিমাকুমারি গ্রামের বাসিন্দা ৫৫ বছরের রমন নার্জারি ও তাঁর স্ত্রী ৫০ বছর বয়সী বুলাউকে ডাইনি অপবাদ দেয় ওই গ্রামেরই সাত বাসিন্দা। পরে তাঁরা উধাও হয়ে যান। তাঁদের ছেলের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। জানা যায়, ওই দম্পতিকে কুপিয়ে হত্যা করে পুঁতে রাখা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত আট জনের নামে চার্জশিট দেয়। এদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হলেও একজন এখনও ফেরার। আজ আদালত ধৃত সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement