Husband-Wife Fight Over Insta Reels

‘ও ইনস্টাগ্রাম করার আগে বাড়িতে শান্তি ছিল’! রিল্‌‌সে বাধা দিয়ে স্ত্রীর ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত স্বামী

পুলিশকে ওই যুবক জানিয়েছেন, স্ত্রী ভিডিয়ো করার জন্য নানা ঝুঁকিপূর্ণ কাজ করছেন। কখনও বিদ্যুতের তার জড়িয়ে নাচছেন, কখনও গ্যাস সিলিন্ডার খোলা রেখে আগুন ধরানোর ভান করে মজা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৪:৫২
Share:

—প্রতীকী চিত্র।

দুই নাবালিকা মেয়ের দিকে নজর নেই, সংসারের কাজে মন নেই। কখনও ইলেকট্রিকের তার ধরে রিল্‌‌স করছেন, কখনও রান্নার গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেখাচ্ছেন। দিনে দিনে স্ত্রীর কর্মকাণ্ড দেখে কথা বলতে গিয়েছিলেন স্বামী। অবশ্যম্ভাবী ঝগড়া। ইনস্টাগ্রাম করতে বাধা পেয়ে স্বামীকে এর পর ছুরি নিয়ে ক্ষতবিক্ষত করলেন স্ত্রী। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লোনি শহরে।

Advertisement

সম্প্রতি ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। তাতে এক যুবককে দেখা যায় শিশুকে কোলে নিয়ে এক মহিলার সঙ্গে ঝগড়া করছেন। এক সময় ওই মহিলা তাঁকে ছুরি নিয়ে আঘাত করছেন। পাশে বিস্মিত হয়ে দাঁড়িয়ে এক নাবালিকা। নেটাগরিকেরা ভেবেছিলেন, প্রচার পেতে এই ভিডিয়ো। কিন্তু উত্তরপ্রদেশের লোনির অশোকবিহারের বাসিন্দা যুবকের দাবি, ভিডিয়োটি সত্যি। তিনি আসলে রিল্‌স করতে বাধা দিয়েছিলেন স্ত্রীকে। তার পরেই ছুরি নিয়ে হামলা।

হাতে-বুকে ছুরির আঘাত পেয়েছেন। হাসপাতালে চিকিৎসা করিয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন যুবক। তাঁদের দাম্পত্য কলহের জন্য দায়ী করেছেন স্ত্রীর অতিরিক্ত সমাজমাধ্যম ব্যবহারকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির বিয়ে হয় ২০০৯ সালে। তাঁদের ৯ এবং ৬ বছর বয়সি দু’টি মেয়ে রয়েছে। স্বামীর দাবি, আগে কোনও গন্ডগোল ছিল না সংসারে। সমস্যার শুরু ২০২৪ সালে। স্ত্রী যখন ভ্লগার হলেন।

স্বামীর দাবি, স্ত্রী গৃহস্থালির নানা বিষয় নিয়ে ছোট ছোট ভিডিয়ো বানাতেন। সেগুলো সমাজমাধ্যমে পোস্ট করতেন। ক্রমশ লাইক, শেয়ার, ফলোয়ার্স পাওয়ার তাড়না তীব্র হল তাঁর। তার পর বেড়ানো থেকে কাজ, সব কিছুতেই রিল্‌‌স বানানো শুরু করলেন। এমনকি, স্বামী-স্ত্রীর মধ্যেকার ঝগড়াঝাঁটিও সমাজমাধ্যমের পাতায় দিতে থাকেন। ব্যক্তিগত বলে আর কিছু অবশিষ্ট রাখেননি। তাঁর অভিযোগ, গত কিছু দিন ধরে বাড়ির কোনও কাজ করেননি স্ত্রী। মেয়েদের খেয়াল রাখেননি। তিনি বলতে যেতেই মারমুখী হয়ে ওঠেন স্ত্রী। ছুরি নিয়ে আঘাত করেন তাঁকে। সেই ঘটনারও রিল্‌‌স বানিয়ে ছেড়েছেন!

পুলিশকে ওই যুবক জানিয়েছেন, স্ত্রী ভিডিয়ো করার জন্য নানা ঝুঁকিপূর্ণ কাজ করছেন। কখনও বিদ্যুতের তার জড়িয়ে নাচছেন, কখনও গ্যাস সিলিন্ডার খোলা রেখে আগুন ধরানোর ভান করে মজা করছেন। এই সমস্ত নিয়ে বলতে যেতেই আক্রমণ! পুলিশকে তিনি বলেন, ‘‘যত দিন স্ত্রী ইনস্টাগ্রাম ডাউনলোড করেনি, তত দিন আমাদের সব কিছুই সুস্থ এবং স্বাভাবিক ছিল।’’ তিনি আরও অভিযোগ করেন, ‘‘এখন অপরিচিত কয়েক জন যুবকের সঙ্গে রিল্‌‌স বানান স্ত্রী। তাতে আপত্তি জানান তিনি। কিন্তু স্ত্রী পরোয়া করেননি।’’

পুলিশ জানিয়েছে, যুবকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে মহিলার ইনস্টাগ্রাম রিল্‌‌স নিয়ে মাতামাতির অভিযোগও প্রমাণিত। তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement