Pune Bus Rape Case

ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা? পুণেকাণ্ডে অভিযুক্তের গলায় কালশিটে দাগ দেখে সন্দেহ পুলিশের

গত মঙ্গলবার পুণের স্বরগেট বাসডিপোয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল শিরুরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮
Share:

শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

ধর্ষণের পরই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন পুণেকাণ্ডের অভিযুক্ত? শুক্রবার গ্রেফতারের পর তাঁর গলায় কালশিটে দাগ দেখতে পায় পুলিশ। আর সেই দাগ দেখেই তাদের অনুমান আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত।

Advertisement

পুলিশ কমিশনার অমিতেশ কুমারের বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে গলায় একটি দাগ ধরা পড়েছে অভিযুক্তের। মনে করা হচ্ছে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে চূড়ান্ত রিপোর্টে কী বলছে, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। সেটি হাতে পেলেই বিষয়টি স্পষ্ট হবে।

গত মঙ্গলবার পুণের স্বরগেট বাসডিপোয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল শিরুরের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। টানা ৭৫ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে শুক্রবার শিরুরের গুনাট গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ঘটনার পরই মোবাইল বন্ধ করে দিয়েছিলেন অভিযুক্ত। গ্রেফতারি এড়াতে এবং পুলিশ যাতে তাঁর অবস্থান চিহ্নিত করতে না পারে, তার জন্য ফোন বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু জলতেষ্টাই তাঁকে ধরিয়ে দিল। এক আত্মীয়ের বাড়িতে জল চাইতে গিয়েছিলেন। আর তার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement