কানহাইয়ার উল্টো পথে গেলেন না কারাট-জায়া

সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের প্রতি জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের কটাক্ষের জবাবে বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করলেন বৃন্দা কারাট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচি ও কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৬
Share:

বৃন্দা কারাট

সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের প্রতি জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের কটাক্ষের জবাবে বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করলেন বৃন্দা কারাট।

Advertisement

কলকাতার মহাজাতি সদনে বৃহস্পতিবার একটি কনভেনশনে প্রকাশ কারাটের নাম না করে কানহাইয়া কুমার বলেন, ‘‘আমাদের জেএনইউয়ের প্রাক্তনী এক বামপন্থী নেতা লিখেছেন, বিজেপি ফ্যাসিস্ত নয়, অথরিটেরিয়ান। তাঁকে বলছি, লড়ার ইচ্ছে না থাকলে আপনি রাজনীতি ছেড়ে নিউ ইয়র্কে গিয়ে পড়ান।’’ এ নিয়ে প্রশ্নের জবাবে শুক্রবার রাঁচিতে বৃন্দা কারাট বলেন, ‘‘প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা আছে। কানহাইয়া কুমার নবীন ছাত্রনেতা। ওর বক্তব্য বিচার করবে ওর সংগঠন।’’

প্রকাশের মতো প্রবীণ নেতা সম্পর্কে এ রকম কটাক্ষ করে কানহাইয়া কি নিজের সীমা অতিক্রম করছেন? বৃন্দা বলেছেন, ‘‘এ নিয়ে আমি এখনই কোনও মন্তব্য করতে চাই না।’’

Advertisement

কানহাইয়া কুমারকে আনার প্রতিবাদে বৃহস্পতিবার এআইএসএফ-এর পতাকা পোড়ায় এবিভিপি এবং যুব বিজেপি। এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছে সব বামপন্থী ছাত্র এবং যুব সংগঠন। ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেছেন, ‘‘এ রাজ্যে তৃণমূল গণতন্ত্র কাড়ছে। তাদের যোগ্য দোসর হয়েছে সঙ্ঘ-বিজেপি।

একটা হলের ভিতরে একটা সংগঠনের কনভেনশন নিয়েও তারা আপত্তি জানাচ্ছে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন