Girl

Viral: ‘বাবা খালিপেটে কাজ করে কেন? খুব চিন্তা হয় মা’! বলেই হাউমাউ করে কান্না খুদের

সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৮
Share:

খুদের কান্না। ছবি সৌজন্য টুইটার।

হাউমাউ করে কাঁদছে একটি বাচ্চা মেয়ে। তাকে বার বার বলতে শোনা যাচ্ছে, ‘বাবা সারা দিন কেন খালিপেটে থাকে। সন্ধ্যাবেলাতেও খায় না। শুধু কাজ আর কাজ। বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে!’

সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। শিশুটির মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, ‘বাবা খালিপেটে থাকে না। সন্ধ্যাতেও খায়। তোমার চিন্তা করার কোনও কারণ নেই।’ কিন্তু সে কথা শোনে কে?

Advertisement

উল্টে মাকে প্রায় ধমকের সুরে তাকে বলতে শোনা যায়, ‘মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না?’

এ কথা বলতে বলতে শিশুটি কেঁদে ফেলে। বার বার বলতে থাকে, ‘বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা।’ তখন মা তাঁকে বলেন, ‘তুমি কেন কাঁদছ?’ পাল্টা সে বলে, ‘সব বাচ্চারই তার বাবার জন্য চিন্তা হয়। আমার হবে না?’

Advertisement

ভিডিয়োটি শেয়ার করেছেন অভিনেত্রী রবিনা টন্ডনও। এক টুইটার গ্রাহক বলেন, ‘বাবার জন্য এত চিন্তা! যাঁদের কাছে মেয়ে একটা বোঝার মতো, তাঁদের এই ভিডিয়োটি দেখা উচিত।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement