প্রথম দফা থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হচ্ছে নির্বাচন। ছবি: এএফপি।
ভোটের আগে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক সারলেন সেনা কর্তারা। নর্দার্ন কমান্ডের কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহের নেতৃত্বে এই বৈঠকে অমরনাথ যাত্রা, জঙ্গি বিরোধী অভিযান নিয়েও আলোচনা হয়।
সেনার সদর দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ কর্তারা। তাঁদেরই এক জন জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে উপত্যকায়। এ ক্ষেত্রে সেনা, আধাসামরিক বাহিনী ও পুলিশের একযোগে কাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
প্রথম দফা থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হচ্ছে নির্বাচন। রাজ্যের পুলিশ প্রধান দিলবাদ সিংহ জানিয়েছেন, নির্বাচন চলাকালীন জঙ্গি হামলার কোনও আগাম খবর তাদের কাছে নেই। তবে উপত্যকার শান্তি যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়, তা নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সীমান্তের ও-পারে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠক করেছেন পাকিস্তানের সেনা কর্তারাও।