CEO Office West Bengal

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র! দফতরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

গত সপ্তাহে কলকাতার সিইও দফতরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে আনার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব অনিল সুব্রহ্ম্যণমকে চিঠিও পাঠানো হয়েছিল কমিশনের তরফে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ২১:২৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল মাসখানেক আগে। সেই মতো এ বার সিইও দফতরের নিরাপত্তা বৃদ্ধি করল কেন্দ্র। ওয়াই প্লাস নিরাপত্তা পেলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হল সিইও দফতরেও।

Advertisement

গত সপ্তাহে কলকাতার সিইও দফতরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে আনার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব অনিল সুব্রহ্ম্যণমকে চিঠিও পাঠানো হয়েছিল কমিশনের তরফে। চিঠিতে কমিশনের সচিব সুরজিৎকুমার মিশ্র জানিয়ে দেন, সিইও দফতরের দুই এবং তিন তলায় কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। আগামী মাসে সিইও দফতর ২১, এনএস রোড থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ভবনে হচ্ছে নতুন অফিস। অফিস স্থানান্তরিত হওয়ার পর সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে বলে জানায় কমিশন। সেই মতো শনিবার থেকে সিইও দফতরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন মনোজ।

এর আগে সিইও দফতরের নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। তবে গত মাসে বুথ স্তরের আধিকারিক (বিএলও)-দের একাংশ সিইও দফতরে গিয়ে বিক্ষোভ দেখানোর পরেই দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গত নভেম্বরে ‘মাত্রাতিরিক্ত কাজের চাপের’ প্রতিবাদে সিইও দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিএলও-দের একাংশ। রাজ্যের সিইও মনোজের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না-থাকায় দেখা করতে রাজি হননি সিইও। এর পর সিইওর দফতরের সামনে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায় বিএলও অধিকার রক্ষা কমিটি, যার জেরে বাধ্য হয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে চিঠি পাঠিয়ে সিইও দফতরের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তারক্ষায় যথাযথ পদক্ষেপ করতে বলে কমিশন। তার পরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমেনি কমিশনের। সেই আবহেই এ বার সিইও দফতরের নিরাপত্তায় মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement