মোদীকে ‘ধোকলা’ খোঁচা

ওয়াইসির কটাক্ষ, ‘‘জিএসটির জন্য ব্যবসায়ীদের নাজেহাল হতে হচ্ছে, আর উনি (প্রধানমন্ত্রী) টি-শার্ট বিক্রি করছেন! কী ধরনের চৌকিদার!’’ 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৫:০১
Share:

খাস গুজরাতের জনপ্রিয় খাবারের প্রসঙ্গ তুলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিরোধী নেতাদের একাংশের অভিযোগ, গোয়েন্দা রিপোর্ট সত্ত্বেও কেন্দ্র জঙ্গি নাশকতা রুখতে ব্যর্থ হয়েছে। সেই ঘটনা নিয়ে ওয়াইসি কটাক্ষ করেছিলেন, ‘জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী বিফ বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন’। তাঁর এই মন্তব্য নিয়ে মোদী-সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে ওয়াইসি টুইট করে বলেন, ‘‘দিন দুয়েক আগে আমি বলেছিলাম, পুলওয়ামায় আমাদের সেনার উপর আত্মঘাতী হামলার দায় কি প্রধানমন্ত্রী মোদী নেবেন? বলেছিলাম, উনি বিফ বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় মোদী-ভক্তেরা জানান, প্রধানমন্ত্রী আমিষ খান না। আমি জানি না, উনি আমিষ খান, না নিরামিষ খান। এখন বলছি, উনি ধোকলা, ইডলি অথবা নিরামিষ বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন!’’
কর্মী-সমর্থকদের টি-শার্ট-সহ নানা রকম পণ্য ‘উপহার’ দিচ্ছে বিজেপি। ওয়াইসির কটাক্ষ, ‘‘জিএসটির জন্য ব্যবসায়ীদের নাজেহাল হতে হচ্ছে, আর উনি (প্রধানমন্ত্রী) টি-শার্ট বিক্রি করছেন! কী ধরনের চৌকিদার!’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement