Fraud Case in Kolkata

ত্বকের চিকিৎসা করতে গিয়ে প্রতারিত মহিলা, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ দায়ের গড়িয়াহাট থানায়

গড়িয়াহাট থানায় সংশ্লিষ্ট ওই বিউটি ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছেন, সেখানকার ত্বক বিশেষজ্ঞেরা তাঁকে নানা পরামর্শ দেন। চিকিৎসার খরচ হিসাবে এক লক্ষ ১৮ হাজার চাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২৩:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ত্বকের নানাবিধ চিকিৎসা করাতে ‘বিউটি ক্লিনিকে’ (রূপকেন্দ্র) গিয়ে প্রতারিত হলেন এক মহিলা! তাঁর অভিযোগ, ত্বকের বিভিন্ন চিকিৎসা করানো হবে। কী কী চিকিৎসা করানো হবে, তা বিস্তারিত জানিয়ে লক্ষাধিক টাকা নেওয়া হয়। কিন্তু আদৌ তেমন কোনও চিকিৎসাই করানো হয়নি বলে অভিযোগ মহিলার।

Advertisement

রবিবার গড়িয়াহাট থানায় সংশ্লিষ্ট ওই বিউটি ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সেই সব সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করেন ওই ক্লিনিকের সঙ্গে। সেখানকার ত্বক বিশেষজ্ঞেরা তাঁকে নানা পরামর্শ দেন। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কেও অবগত করেন।

ক্লিনিকের প্রস্তাবিত চিকিৎসায় রাজি হয়ে যান ওই মহিলা। তাঁর দাবি, চিকিৎসার খরচ হিসাবে এক লক্ষ ১৮ হাজার চাওয়া হয়। সেই টাকা তিনি দিয়ে দেন। কিন্তু তাঁর কোনও চিকিৎসা হয়নি বলে অভিযোগ মহিলার। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement