সর্ষের ‘ফুল’ দেখছে বিজেপি

বিশেষত উত্তরপ্রদেশ, হরিয়ানার বিস্তৃত এলাকায় সর্ষে চাষিদের ক্ষোভ বিজেপির মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০২:০০
Share:

প্রতীকী ছবি।

কিছু দিন আগে ছিল পেঁয়াজ। এ বার বাজারে সর্ষের দাম পড়ে যাওয়া নিয়ে লোকসভা ভোটের আগে চাপের মুখে বিজেপি। বিশেষত উত্তরপ্রদেশ, হরিয়ানার বিস্তৃত এলাকায় সর্ষে চাষিদের ক্ষোভ বিজেপির মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। কংগ্রেস এ জন্য দায়ী করছে মোদী সরকারের নীতিকেই।

Advertisement

সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি ৪,২০০ টাকা প্রতি কুইন্টাল বলে সরকার ঘোষণা করেছে। কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানার বাজারে চাষিরা সর্ষের রবি ফসল বেচতে গিয়ে ৩৫০০ থেকে ৩৬০০ টাকার বেশি দাম পাচ্ছেন না।

কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার অভিযোগ, ‘‘কেন্দ্রীয় সরকার দালালদের সাহায্য করার জন্য অশোধিত ও ভোজ্য তেলের মধ্যে আমদানি শুল্কের ফারাক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে দিয়েছে। এর ফলে আমদানি করা ভোজ্য তেল সস্তা হয়ে গিয়েছে। ফলে দেশে ভোজ্য তেল মজুত থাকলেও আমদানি বেড়ে গিয়েছে। শুধু ফেব্রুয়ারিতেই ১২.৪২ লক্ষ টন ভোজ্য ও অভোজ্য তেল আমদানি হয়েছে। যা এক বছর আগে ছিল ১১.৫৭ লক্ষ টন।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement