গ্রাফিক: শৌভিক দেবনাথ।
নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর নমো টিভি নিয়ে ব্যবস্থা নিল বিজেপি। এখন থেকে নির্দিষ্ট সংস্থার কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই সেই বিষয়বস্তু দেখানো হবে নমো টিভিতে, দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে এই আশ্বাসই দেওয়া হয়েছে বিজেপির তরফে। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে।
গত মাসের শেষেই স্যাটেলাইট চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করেছিল নমো টিভি। ২৮ মার্চ থেকে বিভিন্ন ডিটিএইচ পরিষেবার মাধ্যমে টেলিভিশনে দেখানো শুরু হয় এই ২৪ ঘণ্টার চ্যানেল। প্রধানমন্ত্রীর নামের আদ্যক্ষর এবং ছবি ব্যবহার করা হয়েছিল এই টেলিভিশন চ্যানেলের লোগো হিসেবে। সরকারের তরফে যুক্তি দেখানো হয়েছিল, যে হেতু প্রধানমন্ত্রীর নামে এই চ্যানেল, তাই লাইসেন্সের কোনও প্রয়োজন নেই। যদিও কংগ্রেসের যুক্তি ছিল, এই টেলিভিশনের মাধ্যমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। ভোটের লড়াইতে অতিরিক্ত সুবিধাও পাচ্ছে তারা। সেই অভিযোগ নির্বাচন কমিশনেও জানায় তারা।
কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবারই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি মেনে নির্দিষ্ট সংস্থার কাছ থেকে ছাড়পত্র জোগাড় করার পরই কোনও বিষয় দেখানো যাবে নমো টিভিতে, এমনটাই জানিয়েছিল তারা। বিজেপিকে চিঠি দিয়ে কমিশনের এই বক্তব্য জানিয়ে দেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকও। এই টিভি চ্যানেলটির স্পনসর হিসেবে যেহেতু বিজেপির নাম রয়েছে, তাই ছাড়পত্র আবশ্যক বলে জানিয়ে দেন তিনি।
আরও পড়ুন: রাফাল চুক্তির পরই অনিল অম্বানির ১,১২৫ কোটির কর মকুব করে ফ্রান্স, দাবি ফরাসি সংবাদপত্রে
এর পরই বিজেপির তরফে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়, টিভিতে যা দেখানো হবে, সেই সমস্ত বিষয়বস্তুর ছাড়পত্র নেওয়া হবে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির কাছ থেকে। এই মুহূর্তে দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে দু’জন কর্মী এই বিষয়বস্তু দেখার কাজ শুরু করে দিয়েছেন বলেও জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
নির্বাচনী প্রচারের কাজে যে সমস্ত অডিও-ভিস্যুয়াল ক্লিপ ব্যবহার করা হয়, তার ছাড়পত্র আগেভাগেই জোগাড় করে নেয় রাজনৈতিক দলগুলি। তার পরই তা ব্যবহার করা হয় বিভিন্ন জনসভা, রেডিয়ো, টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নমো টিভির ক্ষেত্রে এই রকম কোনও ছাড়পত্র নেওয়া হয়নি। তা নিয়েই আপত্তি তুলেছিল দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি।