দিল্লিতে একলা চলার বার্তা রাহুলের মুখেও

দিল্লির সাতটি আসনেই কংগ্রেসকে জেতার মন্ত্র দিয়ে অরবিন্দ কেজরীবালের জন্য দরজা বন্ধ করলেন রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৩:২৩
Share:

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছবি- পিটিআই

দিল্লির সাতটি আসনেই কংগ্রেসকে জেতার মন্ত্র দিয়ে অরবিন্দ কেজরীবালের জন্য দরজা বন্ধ করলেন রাহুল গাঁধী।

Advertisement

শীলা দীক্ষিতের আয়োজনে আজ দিল্লির বুথ কর্মীদের সঙ্গে সম্মেলন করেন রাহুল। যার নাম দেওয়া হয়েছিল, ‘মেরা বুথ, মেরা গৌরব।’ সেখানে রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে প্রথম ঘোষণাটি করেন শীলাই। বলেন, ‘‘রাহুল গাঁধীর সামনেই বলছি, দিল্লির সাতটি আসন জিততে হবে কংগ্রেসকে।’’ তার পর বক্তৃতার শেষ লগ্নে এসে রাহুল নিজেও একই সুরে বললেন, ‘‘সাতটি আসনেই কংগ্রেসকে জিততে হবে। আপনারা বুথে বুথে গিয়ে নরেন্দ্র মোদীর ব্যর্থতা, আম আদমির কথা, বেকারত্বের বিষয়গুলি তুলে ধরুন।’’

এর আগেই রাহুলের কাছে গিয়ে শীলারা জানিয়ে এসেছিলেন, দিল্লিতে আপ-এর সঙ্গে সমঝোতার পক্ষে নন কংগ্রেস নেতা-কর্মীরা। রাহুল সে কথা মেনে নেন। জানিয়ে দেন, দিল্লি কংগ্রেস জোটের বিপক্ষে। তখন বিরোধী জোটের অনেক নেতাই কংগ্রেসকে বার্তা পাঠান যে, এতে মোদী-বিরোধী জোটের ভাবমূর্তিতে আঁচ পড়বে। ত্রিমুখী লড়াই হলে বিজেপির সুবিধা হবে। কংগ্রেসের কিছু প্রবীণ নেতাও সনিয়া গাঁধীর কাছে যান। তাঁদেরও দাবি ছিল, একবার শীলার সঙ্গে আলোচনা করে যদি তাঁকে রাজি করানো যায়।

Advertisement

এর পর সনিয়া শীলাকে ডেকে পাঠান। গত কাল শীলার মন্তব্যেও ধোঁয়াশা তৈরি হয়। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত জোট হয়নি।’’ কিন্তু দিল্লির কংগ্রেস কর্মীরাই কেজরীবালের সঙ্গে জোটে যাওয়ার বিরোধী। রাহুলও সে কথা বোঝান সনিয়াকে। সে কারণে দিল্লিতে বুথ কর্মীদের নিয়ে ইন্দিরা গাঁধী স্টেডিয়ামের সম্মেলনে তিনি নিজেও বার্তা দিলেন, রাজধানীতে জোট ছাড়াই লড়তে হবে দলকে।

ভারতে সাধারণ নির্বাচনের ইতিহাস জানেন?

আরও পড়ুন: চেনা মুখই কি ভরসা তৃণমূলের, মমতার বাড়িতে আজ দলের নির্বাচনী কমিটির বৈঠক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement