আসন রফা স্ট্যালিনের

আজ ডিএমকে-র সদর দফতরে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত করেন সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণন।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৩:৩৬
Share:

এম কে স্ট্যালিন। —ফাইল চিত্র।

এডিএমকে-র সঙ্গে লোকসভা ভোটের জোট আগেই সেরে ফেলেছে বিজেপি। আজ কংগ্রেস, সিপিএম ও সিপিআই-সহ ৮ দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল এম কে স্ট্যালিনের ডিএমকে। তামিলনাড়ুর ৯টি আসন কংগ্রেসকে ছাড়ছে তারা। পুদুচেরির একমাত্র আসনটিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে ডিএমকে। সিপিএম এবং সিপিআই পাচ্ছে দু’টি করে আসন। ৩৯ আসনের তামিলনাড়ুতে ডিএমকে লড়বে ২০টি আসনে। এ বার বিধানসভা কেন্দ্র ধরে ধরে কোথায় কে প্রার্থী দেবে, তা নিয়ে আলোচনা হবে।

Advertisement

আজ ডিএমকে-র সদর দফতরে স্ট্যালিনের সঙ্গে বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত করেন সিপিএমের রাজ্য সম্পাদক কে বালকৃষ্ণন। তিনি বলেন, কোন কোন আসনে সিপিএম লড়তে ইচ্ছুক, ডিএমকে নেতাকে তা জানানো হয়েছে। বালকৃষ্ণনের কথায়, ‘‘তামিলনাড়ুতে ডিএমকে-র নেতৃত্বাধীন জোটে পূর্ণ উদ্যমে রয়েছে আমাদের দল। লক্ষ্য হল, বিজেপি-এডিএমকে জোটকে হারানো। এখানে কোনও মতপার্থক্য নেই।’’

রাহুল গাঁধী রাজ্যে সভা করলে সেই মঞ্চে তাঁরা থাকতে পারেন বলেও ইঙ্গিত দেন বালকৃষ্ণন। গত ডিসেম্বরে ডিএমকে দফতরে করুণানিধির মূর্তি উদ্বোধনের মঞ্চে রাহুল ও সনিয়া গাঁধীর সঙ্গেই হাজির ছিলেন সিপিএমের কংগ্রেস-বিরোধী শিবিরের মুখ বলে পরিচিত পিনারাই বিজয়ন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন