কানহাইয়া কুমারকে হারাতে ভোটযন্ত্রে কারচুপির ডাক, শিবসেনা নেতাকে নোটিস

কমিশন জানিয়েছে, রাউতের বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০২:১৭
Share:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বিহারের বেগুসরাই থেকে লড়ছেন। ছবি: পিটিআই।

কানহাইয়া কুমারকে হারাতে ইভিএমে কারচুপির ডাক দিয়ে নির্বাচন কমিশনের চিঠি পেলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

Advertisement

দলের মুখপত্র ‘সামনা’য় রাউত লিখেছেন, আসন্ন লোকসভা ভোটে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারকে হারাতেই হবে। তার জন্য বিজেপিকে ইভিএমে কারচুপি করতে হলে তাই করবে। এর পরেই আদর্শ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শিবসেনা মুখপাত্রের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগামী কালের মধ্যে রাউতের জবাব চেয়ে পাঠানো হয়েছে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া বিহারের বেগুসরাই থেকে লড়ছেন। তাঁকে আক্রমণ করে শিবসেনা মুখপাত্র লিখেছেন, ‘‘কানহাইয়া হল এক বোতল বিষ। তাঁর জয়ের অর্থ সংবিধানের পরাজয়। বাগুসরাইয়ে কানহাইয়াকে হারানো বিজেপির কর্তব্য। তার জন্য দরকারে এভিএম কারচুপি করতে হবে। কিন্তু এই বিষের বোতল যেন কোনও ভাবেই লোকসভায় না পৌঁছয়।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কমিশন জানিয়েছে, রাউতের বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে। তাঁর মন্তব্য আদর্শ নির্বাচনী বিধি বিরোধী। রাউত বলেছেন, ‘‘কমিশনের চিঠি পেয়েছি। আমরা নির্বাচন কমিশনকে সম্মান করি। যথাসময়ে জবাব জানিয়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement