election commission

এ বারের ভোটের জরুরি এই তথ্যগুলি জেনে রাখুন

১৭তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১২:৩১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

১৭তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। চলতি বছরের নির্বাচন সংক্রান্ত বেশ কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক।

Advertisement

চলতি বছরে ভোটদাতার সংখ্যা গত বারের তুলনায় ৬ কোটি ৬০ লক্ষ বেশি। ২০১৯ সালে মোট নথিভুক্ত ভোটদাতা ৯০ কোটি। ২০১৪ সালে যা ছিল ৮৩ কোটি ৪০ লক্ষ। চলতি বছরের মোট ভোটদাতা আমেরিকার মোট জনসংখ্যার প্রায় তিন গুণ।

যদি ইতিহাসের দিকে তাকানো যায়, তা হলেও দেখা যাবে দেশের নির্বাচনে সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তন এসেছে। ১৯৫১ সালে প্রথম বার ভোটের সময় ১৭ কোটি ৩০ লক্ষ নথিভুক্ত ভোটার ছিলেন ভারতে। অর্থাত্ চলতি বছরে ভোটদাতার সংখ্যা গত সত্তর বছরের তুলনায় প্রায় পাঁচগুণ বেড়ে গিয়েছে।

Advertisement

১৮-১৯ বছর বয়সি ভোটদাতার সংখ্যা এ বারে প্রায় দেড় কোটি। এই সংখ্যাটা নেদারল্যান্ডসের জনসংখ্যার প্রায় কাছাকাছি। এঁরা প্রত্যেকেই প্রথম বার ভোট দেবেন।

শতাংশের বিচারে এই নবীন ভোটদাতারা মোট ভোটারের প্রায় ১.৭ শতাংশ। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যাটা ছিল প্রায় ২ কোটে ৩০ লক্ষ। সে ক্ষেত্রে শতাংশের বিচারে মোট ভোটদাতার প্রায় ৩ শতাংশ।

নতুন ভোটদাতাদের মধ্যে এগিয়ে রয়েছে রাজস্থান। রাজস্থানের প্রায় ২০ লক্ষ ৩০ হাজার নতুন ভোটার চলতি বছরে নথিভুক্ত হয়েছেন।

লোকসভা নির্বাচন নিয়ে এই তথ্য জানতেন?

চলতি বছরে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে আরও খানিকটা এগিয়ে গেল ভারত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৯ সালের নির্বাচনে মহিলা ভোটদাতার সংখ্যা বেড়েছে প্রায় ৮.৮ শতাংশ। ২০১৯ সালে মহিলা ভোটদাতার মোট সংখ্যা ৪৩ কোটি ২০ লক্ষ। ২০১৪ সালে যা ছিল ৩৯ কোটি ৭০ লক্ষ।

আরও পড়ুন: চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি, ঠিক কী কী করা যাবে না জানেন?​

পুরুষ ভোটদাতাদের সংখ্যা বেড়েছে ৬.৪ শতাংশ। ২০১৯ সালে পুরুষ ভোটদাতার মোট সংখ্যা প্রায় ৪৬ কোটি ৫০ লক্ষ। ২০১৪ সালে তা প্রায় ছিল ৪৩ কোটি ৭০ লক্ষ। রূপান্তরকামী ভোটদাতার সংখ্যাও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে অনেকটাই। গত লোকসভা ভোটের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেড়ে এ বার সেই সংখ্যা ৩৮,৩২৫ জন। অনেকেই বলছেন সুপ্রিম কোর্টের ৩৭৭ ধারা সংক্রান্ত মামলার ফলও ইতিবাচক দৃষ্টিভঙ্গির একটা কারণ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ৭ দফায় নির্বাচন, দেখে নিন কবে-কোথায় ভোট​

চলতি বছরে প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার ভিভিপ্যাট ব্যবহার করা হবে লোকসভা নির্বাচনে। সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এই থাকবে প্রার্থীদের ছবি। সারা দেশে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় দশ লক্ষ বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা। এ বছরে গত বছরের তুলনায় প্রায় ৬ লক্ষ ইভিএম বেড়ে গিয়েছে। ২০১৪ সালের নির্বাচনে ইভিএমের সংখ্যা ছিল ১৭ লক্ষ।

ভোটগ্রহণ কেন্দ্রের ক্ষেত্রেও সংখ্যাটা প্রায় ১ লক্ষ বেড়ে গিয়েছে। ২০১৪ সালে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল ৯.৩ লক্ষ। এ বছরে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় ১০.৪ লক্ষ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন