Lok Sabha Election 2019

চড়া রোদ এড়াতে ডামিকে দিয়ে প্রচার? গৌতম গম্ভীরের বিরুদ্ধে নয়া অভিযোগ

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি গৌতম গম্ভীর। বিজেপির তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০১৯ ২১:৪২
Share:

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

খালি হাতে মানুষের সঙ্গে হাত মেলাতে আপত্তি কারও। কারও আবার রয়েছে হাজার বায়নাক্কা।নির্বাচনী মরসুমে তারকা প্রার্থীদের নিয়ে এ রকম ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। সেই তালিকায় এ বার প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নামও জুড়ে গেল। চড়া রোদ সইতে পারেন না বলে নিজের ডামিকে দিয়ে প্রচার করানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

Advertisement

কুরুচিকর প্রচারপত্র বিলির অভিযোগে ইতিমধ্যেই পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা বেঁধেছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টির (আপ)। তা নিয়ে তাঁদের আইনি নোটিস পর্যন্ত ধরিয়েছেন গম্ভীর। এ বার তাঁর বিরুদ্ধে ডামিকে দিয়ে প্রচার করানোর অভিযোগ তুলেছেন আপ নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন মণীশ সিসৌদিয়া। তাতে শীতাতপনিয়ন্ত্রিত গাড়ির মধ্যে সামনের আসনে বসে থাকতে দেখা গিয়েছে গৌতম গম্ভীরকে। পিছনের দিকে হুডখোলা অংশে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে হাত নাড়ছেন অন্য এক ব্যক্তি। গৌতম গম্ভীরকে তাচ্ছিল্য করে মণীশ সিসৌদিয়া ছবির ক্যাপশনে লেখেন, ‘গৌতম ধুপ মে, গম্ভীর এসি মে’।

Advertisement

আরও পড়ুন: কুরুচিকর প্রচারপত্র ছড়ানোর অভিযোগ উড়িয়ে কেজরীবালদের মানহানির নোটিস গম্ভীরের​

আরও পড়ুন: মোদীকে ‘বিভাজক গুরু’ আখ্যা দিল টাইম ম্যাগাজিন

গম্ভীরের ‘ডুপ্লিকেট’ ওই ব্যক্তি আসলে কংগ্রেস সদস্য বলেও দাবি করেছে আপ। বলা হয়েছে, যিনি গৌতম গম্ভীর সেজে প্রচার করছেন, তাঁর আসল নাম গৌরব অরোরা। ২০১৭-র পুরসভা ভোটে ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শেষ মুহূর্তে জোট ভেস্তে যাওয়া নিয়ে এমনিতেই কংগ্রেসের প্রতি চটে রয়েছেন আপ নেতৃত্ব। তাই বিষয়টি নিয়ে ফের কংগ্রেসকে নিশানা করেন সিসৌদিয়া। টুইটারে তিনি লেখেন, ‘এটা কংগ্রেস ও বিজেপির মহাভেজাল। রোদে কষ্ট হয় গৌতম গম্ভীরের। তাই নীচে এসির মধ্যে বসে রয়েছেন উনি। আর ওঁর বদলে মাথায় টুপি পরিয়ে দাঁড় করানো হয়েছে ডুপ্লিকেট একজনকে। গম্ভীর ভেবে তাঁকে আবার অনেকে মালাও পরিয়েছেন। ওই ডুপ্লিকেট আবার কংগ্রেস সদস্য।’

বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি গৌতম গম্ভীর। বিজেপির তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন