কংগ্রেসের ইস্তাহারকে ‘দেখনদারি’ এবং ‘বিভ্রম’ বলে বর্ণনা করেছেন মায়াবতী। ছবি: পিটিআই।
ভোট মরসুমে নিয়ম করে কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। কংগ্রেসের ইস্তাহারকে ‘দেখনদারি’ এবং ‘বিভ্রম’ বলে বর্ণনা করেন তিনি।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস এবং বিজেপি অতীতে বহু প্রতিশ্রুতিভঙ্গ করেছে। তাই ওই দুই দলের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী গত কাল দলীয় ইস্তাহার প্রকাশ করেছেন। তা নিয়ে মায়াবতী টুইটারে লিখেছেন, ‘‘কংগ্রেসের এই ইস্তাহার দেখনদারি এবং বিভ্রমের। কংগ্রেস আগেও প্রতিশ্রুতি পালন করেনি, তাই মানুষের কাছে এর কোনও গ্রহণযোগ্যতা নেই।’’ মায়াবতীর দাবি, উত্তরপ্রদেশে বিরোধী জোটকে ভয় পাচ্ছে বিজেপি। দলিত নেত্রী বলেন, ‘‘মানুষের সমস্যা নিয়ে কথা বলতে বিজেপি নেতারা ভয় পাচ্ছেন। তাই বিরোধী সম্পর্কে জাতপাত নিয়ে মন্তব্য করছেন। ’’