মোদী বিষ্ণুর অবতার, দাবি বিজেপি নেতার

ওয়াঘের মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। মহারাষ্ট্রে দলের মুখপাত্র অতুল লোন্ধের বক্তব্য, এ সব কথা বলে বিজেপি নেতা হিন্দুদের দেবদেবীকে অপমান করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৮ মে ২০১৯ ০১:৫২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষ্ণুর অবতার বললেন মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র অবধূত ওয়াঘ। যা নিয়ে বিরোধী দলগুলি ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসি-মশকরাও। টুইটারে ওয়াঘ লিখেছেন, ‘‘মোদীজি আসলে ভগবান বিষ্ণুর ১১তম অবতার।’’ একটি মরাঠি চ্যানেলকে তিনি আবার বলেন, ‘‘আমাদের দেশ সত্যিই ভাগ্যবান যে ওঁর মতো এক জন দেবতুল্য নেতাকে আমরা পেয়েছি।’’

Advertisement

ওয়াঘের মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। মহারাষ্ট্রে দলের মুখপাত্র অতুল লোন্ধের বক্তব্য, এ সব কথা বলে বিজেপি নেতা হিন্দুদের দেবদেবীকে অপমান করেছেন। অতুলের আরও দাবি, ‘‘রাজনীতির জমি হারিয়ে এ সব বলছেন অবধূত, প্রচার পেতে চাইছেন। এ সব কথায় আমল দেওয়া উচিত নয়।’’ মহারাষ্ট্রের এক এনসিপি বিধায়ক জিতেন্দ্র আহ্বাডেরও দাবি, অবধূতের মতো শিক্ষিত নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য শোনা দুভার্গ্যের। জিতেন্দ্রের আরও মন্তব্য, ‘‘ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে ওই নেতার। এখন তো মনে হচ্ছে সেই শংসাপত্র খুঁটিয়ে দেখা উচিত, তা আদৌ আসল কি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন